‘দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি। প্রাণি সম্পদে হবে উন্নতি’ প্রতিবাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ প্রাঙ্গণে এ মেলার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বাঞ্ছারামপুর উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা, ডা.কাজী মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূইয়া।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্বাস আলী, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, খামারি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা.কাজী মোস্তাইন বিল্লাহ।
এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারীরা দৃষ্টিনন্দন ২০ স্টল নিয়ে প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। স্টল গুলোতে ছিল উন্নতজাতের গাভী, ছাগল, ভেড়া ,গরু, বিড়াল, কবুতর, হাঁস-মুরগি, পাখিসহ বিভিন্ন প্রজাতীর প্রাণী।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করে পুরস্কার বিতরণ করা হয়।
কেকে/ এমএস