চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর হাসপাতালের আয়োজনে বেলা ১১টায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, বিভিন্ন ডেইরি ফার্ম ও প্রাণিসম্পদ উদ্যোক্তাদের অংশগ্রহনে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে অয়োজকরা প্রদর্শনী মেলার উদ্বোধন করেন।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হারুন অর রশিদের সঞ্চালনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কাওসার আলীর সভাপতিত্বে প্রদর্শনী মাঠে ৩০টি স্টলের মধ্যে আধুনিক প্রযুক্তির আল্ট্রাসনোগ্রাফি, খড় ও ঘাষ কাটার মেশিন, বিভিন্ন রোগ বালাই দমনের জন্য ঔষধ এবং উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, খরগোস, হাস-মুরগি, টিয়ার স্টল পরিদর্শন শেষে সমাবেশ মঞ্চে আলোচনা হয়।
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি’ এ প্রতিপাদ্যকে উপজীব্য করে আলোচনা সভায় স্বাগত বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কাওসার আলী বলেন, ‘বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মোট জিডিপিতে এ খাতের অবদান ১.৮১ শতাংশ, প্রবৃদ্ধির হার ৩.১৯ শতাংশ, যেটি অর্থমূল্যে জিডিপির আকার দাড়িয়েছে ৯১ হাজার ৩৬ কোটি টাকা।’
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (অতি. দায়িত্ব) সুলতানা রাজিয়া।
এ সময় অন্যান্যের মাঝে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েশ, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, উপজেলা প্রাণিসম্পদ চিকিৎসক ডা. মাইদুর রহমান, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক ও উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা শহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
কেকে/বি