নালিতাবাড়ীতে পাগলা মহিষের তাণ্ডব, শিক্ষক আহত
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৯:৪৫ পিএম

ছবি: প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে এক পাগলা মহিষের তাণ্ডবে আব্দুল হাই বাবুল নামের এক শিক্ষক আহত হয়েছেন। তিনি বগাইচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৮ টার দিকে শহরের উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ একটি উন্মত্ত মহিষ শহরের উত্তর বাজার এলাকায় তাণ্ডব শুরু করলে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় মহিষটি শিক্ষক আব্দুল হাই বাবুলকে ধাক্কা মেরে ফেলে গুরুতর আহত করে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহিষটিকে নিয়ন্ত্রণে আনতে স্থানীয়দের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
কেকে/লআ