রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ফের বিশেষ অভিযান করেছে পুলিশ। এসময় ২৪ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাগারে পাঠানো হয়েছে। এরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে জানা গেছে।সোমবার (২৪ নভেম্বর) মোহাম্মদপুরের বেশ কয়েকটি স্থানে এই অভিযান চালানো হয়।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা কেউ দ্রুত বিচার, পরোয়ানা, চুরি ছিনতাই, ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকায় তাদের আটক করা হয়। এর মধ্যে অপহরণ ১০ জন, দ্রুত বিচার আইনে ২ জন, ওয়ারেন্ট বডি-৩ জন, ডিএমপি-১০ জন।
অভিযুক্তরা হচ্ছে কবির (২২) রাজু (২৫) শাহাদাত হোসেন (৩০) রাসেল (৩২) বশির (৬৩) সজীব (২৩)সারফারাজ (২১) পৃথিবী (২২) সাজ্জাদ (২২) জাহিদ (২৮) শাওন (১৮) রাজু (৩২) সোহেব (২৩) সাগর (২০) জীবন (২৪) কাল্লু (৩০) মিন্টু (৩৫) শাকিব আঙ্গুর মিয়া (২০) জসীম উদ্দিন (১৯) নয়ন (১৮) রাসেল (১৮) মুসা (১৮) সোহেল (২৪) ও আদর (১৮) এই মোট -২৫ জন আসামিকে, বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
থানা থেকে জানানো হয়েছে এর আগেও বেশ কয়েকটি বিশেষ অভিযান করা হয়। তখনও একাধিক অপরাধীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। একের পর এক অভিযান হলেও থামছে না অপরাধ চক্র। গতকাল রাতে ঢাকা উদ্যান এলাকায় বাবা ছেলেকে কুপিয়ে জখম করলে ছেলে মারা গেছে বলে জানা গেছে। বাবার অবস্থাও আশংকাজনক।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা উদ্যান তিন নাম্বার রোডে পূর্ব শত্রুতার জেরে বাবা কাশেম ও ছেলে বাবুকে কুপিয়ে জখমের করে দুর্বৃত্তরা । এই ঘটনায় ছেলে বাবুকে(২৬) রাতেই সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হলে পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা উদ্যান তিন নম্বর রোডের ডি ব্লকে এই ঘটনা ঘটে। পরে দ্রুত আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গুরুতর আহত হয়ে কাশেম সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক মো. মফিজ খোলা কাগজকে জানিয়েছেন, পুলিশ সর্বোচ্চ কাজ করছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে।
তিনি বলেন এর আগেও বেশ কয়কটি বিশেষ অভিযানে একাধিক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। গতকালের বাবা ছেলের ঘটনায় আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে। আশাকরি অতিদ্রুত ওই আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আমাদের পুলিশ দিনরাত কাজ করছে। অপরাধীদের কোনো ছাড় হবে না।
কেকে/লআ