বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: সিসিইউতে খালেদা জিয়া      নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী      প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফের ১৮ বছর কারাদণ্ড      প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড      শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন      এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি      
দেশজুড়ে
বাড়ি দখলের অভিযোগে বাড়ির মালিকের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৪:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাসা গ্রুপের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও বগুড়া-১ নির্বাচনী আসনে বিএনপি মনোনিত প্রার্থী কাজী রফিকুল ইসলামের কোম্পানি র‌্যান্স রিয়েল এস্টেট লিমিটেডের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ এনে খন্দকার মুজাহিদুল ইসলাম নোমান (৫০) সংবাদ সম্মেলন করেছে। এসময় তিনি আইনের মাধ্যমে ন্যায়বিচার চেয়েছেন। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) তিনি এ সংবাদ সম্মেলন করেন। নোমানের ঠিকানা : বাড়ি-৩৮, রোড-১১৫, গুলশান-২, ঢাকা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি ২০১০ সালের ৩ অক্টোবর আওয়ামী স্বৈরাচারের দোসর ব্যাংক ও ভূমিখেকো নাসা গ্রুপের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার ব্যবসায়িক সহযোগী বগুড়া-১ নির্বাচনী আসনে বিএনপি মনোনিত প্রার্থী ভূমিদস্যু কাজী রফিকুল ইসলাম কর্তৃক পরিচালিত র‌্যান্স রিয়েল এস্টেট লিমিডেট কোম্পানীর সাথে একটি বহুতল আবাসিক ভবন নিমার্ণের জন্য চুক্তি সম্পাদন করি। অত্র চুক্তিপত্র অনুযায়ি ৩ বছরের মধ্যে আবাসিক ভবন নির্মান কাজ শেষ করার কথা থাকলেও গত ১৬ বছরে নির্মান কাজ শুরুই করেনি তারা। এমনকি ভবন নির্মানের নক্সাও প্রণয়ন করেনি। ভবন নির্মান কাজ শুরু না করে আমার জায়গাটি জোরপূর্বক দখল করে রেখেছে। আমি এর প্রতিবাদ করতে গেলে উল্টো আমার বিরুদ্ধে তিনটি হয়রানিমূলক মামলা দায়ের করেছেন।

তিনি আরো বলেন, ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দলের মনোনীত এমপি প্রার্থী হয়ে তিনি জোরপূর্বক প্রভাব খাটিয়ে আমার বাড়িটি দখল করে আছে। আমি বিএনপির অভিভাবক দেশনেতা তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে বিনীত অনুরোধ জানাতে চাই- আপনারা দয়া করে বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন। কাজী রফিকুল ইসলাম কর্তৃক আমার দখলকৃত জমি মুক্ত করতে এবং এমন অবৈধ কর্মকাণ্ড থেকে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে তিনি পাঁচটি অভিযোগ উল্লেখ করেন—

১। নির্মাতা প্রতিষ্ঠান র‌্যান্স রিয়েল এস্টেট লিমিডেট কোম্পানীর সাথে আমাদের সাইনিং মানি ১০ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়। সেই টাকাও আমাকে ঠিকমতো পরিশোধ করেনি। উল্টো তারা অসত্য হিসেব সামনে এনে আমার কাছে টাকা দাবি করছে। 

২। তাদের সঙ্গে করা চুক্তির দোহাই দিয়ে আমার বাড়ির মূল দলিল নির্মাতা প্রতিষ্ঠান কুক্ষিগত করে রেখেছে। বাড়ীর সামনে নির্মাতা প্রতিষ্ঠানের বিশাল আকারের সাইনবোর্ড লাগিয়ে রেখেছে। র‌্যান্স রিয়েল এস্টেট লি. কোম্পানীর সাথে রেজিস্ট্রিকৃত ডিড অব এগ্রিমেন্ট থাকায় অন্য কোনো নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে নতুন করে আইনগত চুক্তি করার কোনো সুযোগ নেই। অথচ আমি অন্য ডেভলোপার কোম্পানীর সঙ্গে চুক্তি করেছি, এই অপবাদ দিয়ে তারা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। মামলা নং- সি,আর ৩৮৬৭।

৩। র‌্যান্স রিয়েল এস্টেট লি. কোম্পানী বাড়িটি দখল করে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করলেও তাদের ব্যবহৃত বিদ্যুৎ ও পানির বিল গত ৭ বছর যাবত পরিশোধ করছে না। আমি উক্ত ইউটিলিটি বিল নিয়মিতভাবে পরিশোধ করে যাচ্ছি। অথচ স্বৈরাচারী সরকারের পতনের পর গত বছর নির্মাতা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কাজী রফিকুল ইসলাম আমার বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করে। যার মামলা নম্বর সি,আর ১২১৯/২৪।

৪। বিগত ১১/০৩/২০১০ সালে রেজিস্ট্রীকৃত চুক্তিপত্র স্বাক্ষরের পর চুক্তি বাস্তবায়নের জন্য নির্মাতা প্রতিষ্ঠান র‌্যান্স রিয়েল এস্টেট লি. কোম্পানীর প্রতি অদ্যবধি আমি ১৮৭টি চিঠি প্রদান করি। নির্মাতা প্রতিষ্ঠান র‌্যান্স রিয়েল এস্টেট লি. কোম্পানী একটি চিঠিরও উত্তর প্রদান করেনি। সাবেক ব্যবস্থাপনা পরিচালক আমার কাছ থেকে অবৈধভাবে অর্থ আত্মসাৎ করেন। এ ব্যপারে ডাকযোগে ১৬/০২/২০১৪ ইং এবং ১৬/০৩/২০১৪ ইং তারিখে চিঠি দিয়েছি। কিন্তু এ বিষয়ে কোন প্রতিকার পাইনি। 

৫। নির্মাতা প্রতিষ্ঠান র‌্যান্স রিয়েল এস্টেট লি. কোম্পানীর সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার (নাসা গ্রুপ), আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচর হিসাবে জুলুম, জালিয়াতি, ভূমিদস্যু ও ব্যাংক লুটকারী হিসেবে তার আধিপত্য ও প্রভাব খাটিয়েছেন। বর্তমানে নানা অপকর্মের কারণে তিনি জেলে আছেন। ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমান সংসদ সদস্য পদপ্রার্থী কাজী রফিকুল ইসলাম (সাবেক সংসদ সদস্য, বগুড়া-১) স্বৈরাচারের দোসর নজরুল ইসলাম মজুমদারের সঙ্গে আতাত করে গত ১৬ বছর ধরে আমাদের জোরপূর্বক বাড়িটি দখল করে আছেন। আমরা যাতে এর প্রতিবাদ করতে না পারি এজন্য তিনি আমার বিরুদ্ধে ৩টি মিথ্যা মামলা দায়ের করে রেখেছে।

এছাড়া তিনি আরো বলেন, উল্লেখিত কোম্পানী দ্বারা ভূমি দখল, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের কারণে আমিসহ সমাজের বিভিন্ন শেণির মানুষ ক্ষতিগস্ত হচ্ছেন। ২০১৪ সাল পর্যন্ত কোম্পানীটি মোট ১৮টি জমির মালিকের সাথে চুক্তি করে। যার মধ্যে ৬টি প্রকল্প সমাপ্ত ও অর্ধ সমাপ্ত করে। বাকি ১২ টি প্রকল্পের মালিকদের সাথে প্রতারণামূলক একাধিক মিথ্যা মামলা দায়ের করে একই উপায়ে হয়রানি করে তাদেরও জমি দখল করে আছে। 

(ক) কানাডিয়ান প্রবাসী জনাব তুসান সাহেবের স্বাক্ষর জাল করে Rans Ara Mansion নামে ভবন নির্মাণ করার কথা বলে কর্নেল (অব.) সিরাজুল ইসলাম এবং মেজর (অব.) আফসারের সহযোগিতায় র‌্যান্স রিয়েল এস্টেড লিমিডেট মহাখালীতে অবস্থিত জায়গাটি দখল করে নিয়েছে। তুসান সাহেবের গুলশানে অবস্থিত আরও একটি জায়গা নজরুল ইসলাম মজুমদার দখল করে রেখেছে। 
(খ) Rans Nirjhor জমির মালিকের কাছ থেকে জায়গাটি হাত ছাড়া হয়ে গেছে।
(গ) Rans Borak এর জমির মালিকদের গত ১৬ বছর ধরে জায়গাটি ফেলে রেখে হয়রানি করছেন।
(ঘ) Rans Basit Codominium এর জমির মালিকের বিরুদ্ধে মামলা করে হয়রানি করছে। 

এছাড়াও কোম্পানীটি আরো যাদের জমি দখল করেছে এ বিষয়ে বিস্তারিত তথ্য অনুসন্ধান করে বের করে এসব ভূমিদস্যুদের মুখোশ উম্নোচনের জন্য অনুরোধ করছি।

কেকে/লআ
আরও সংবাদ   বিষয়:  ঢাকা   বাড়ি দখল   সংবাদ সম্মেলন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সিসিইউতে খালেদা জিয়া
নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে বুয়েটের প্রতিনিধি দল
৬০ জন প্রশিক্ষিত তরুণ-তরুণী পেলেন কর্মসংস্থানের সুযোগ
নালিতাবাড়ীতে চলতি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ শুরু

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে কবির হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে ১৮ কোটি টাকার ঋণখেলাপির মামলা
কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
বুধবারের আলোচিত ছয় সংবাদ
প্রশাসনে ব্যাপক রদবদল
এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close