আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় ছাত্রলীগ নেতা মো. সোহরাবকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুবন্ধি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।এবং ঐদিন রাত সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।
গ্রেফতারকৃত মো. সোহরাব (৩২) আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুবন্ধি নামাপাড়া এলাকার মো. তাজুল ইসলাম ওরফে তারার ছেলে। তিনি ধামসোনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের তথ্য বিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৮টায় আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুবন্ধি এলাকায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ছাত্রলীগের সক্রিয় কর্মী ও ওয়ার্ড ছাত্রলীগ নেতা মো. সোহরাবকে গ্রেফতার করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।
কেকে/বি