সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় বিষ মিশানো পিঠা খেয়ে একই পরিবারের ১০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকাল পাঁচটার দিকে পিঠা খাওয়ার পর সন্ধ্যা সাতটার দিকে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থ হয়ে পড়া সদস্যরা হলো মেহজাবিন (১০), সামিয়া (৪), আকলিমা (৩৫), জান্নাতি (১৫), অজিহা (১৮ মাস), শারমিন (২৩), মিতা (৩৫), উম্মে হাবিবা (২১ মাস), আইয়ুব খান (৬৫) ও সাঈদ হোসেন (৫০)।
তারা সবাই শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামের বাসিন্দা।
ভর্তি হওয়া আইয়ুব খান জানান, দুপুরে বাড়িতে অতিথি থাকায় বিকালে পিঠা তৈরি করা হয়েছিল। এ সময় তার মেয়ে আকলিমা ভুলবশত চিনির পরিবর্তে ধানক্ষেতে ব্যবহৃত দানাদার বিষ পিঠা তৈরি কাজে ব্যবহার করে। পিঠা খাওয়ার সময় ভিন্ন গন্ধ এবং মুখে বালি জাতীয় কিছু অনুভূত হয়। পরে পরিবার নিশ্চিত হয় যে, পিঠায় বিষ মেশানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার শাকির হোসেন বলেন, ‘সবাইকে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ দেওয়া হচ্ছে। ভর্তি হওয়া ১০ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
কেকে/এমএ