কুড়িগ্রামের রৌমারীতে পল্লী বিদ্যুতের কাঠের খুঁটি কৌশলে চুরি করে বিক্রি ও নৌকা তৈরি করার অভিযোগ উঠেছে ঠিকাদারের ফোরম্যান মিজানুর রহমানমিজানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার বন্দবেড় ইউনিয়নের খঞ্জনমারা এলাকায়।
সোমবার (২৪ নভেম্বর) সরেজমিনে গিয়ে জানা যায়, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন রৌমারী ও রাজীবপুর উপজেলার ঠিকাদারী মোফাজ্জল হোসেনের কাজের দায়িত্বের রয়েছেন ফোরম্যান মিজানুর রহমান মিজান। তিনি দীর্ঘদিন থেকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের উত্তর খঞ্জনমারা গ্রামে পল্লী বিদ্যুতের পুরাতন ও নতুন সংযোগ লাইনের ফোরম্যান হিসেবে কাজ করে আসছেন। ওই এলাকার বাসিন্দার হওয়ায় একই এলাকার গোলাম হোসেন নামের এক ব্যক্তির কাছে ওই পল্লী বিদ্যুতের কাঠের খুঁটি চুরি করে বিক্রি করে দেন মিজান। চুরি করা কাঠের খুঁটি দিয়ে একটি ঘর নির্মাণ করা হয়েছে।
এছাড়া বিদ্যুতের কাঠের খুঁটি চুরি করে প্রায় ৪০ হাত একটি নৌকা তৈরি করেন মিজান। সেই নৌকাটি ব্রহ্মপুত্র নদে ভাড়ায় পরিচালিত হচ্ছে। অন্যান্যদের কাছেও একইভাবে ওই পল্লী বিদ্যুতের খুটিগুলো বিক্রি করা হয় বলে জানা গেছে।
বিদ্যুতের খুঁটি কিনে নেওয়া গোলাম হোসেনের বলেন, মিজানের কাছ থেকে ১৪ হাজার টাকায় একটি বিদ্যুতের খুঁটি কিনে নিয়েছেন। সেই খুঁটির কাঠ দিয়ে ঘর তৈরি করেছেন তিনি। মিজান আরও অনেকের কাছে এই কাঠ বিক্রি করেছেন বলেও জানান তিনি।
অভিযুক্ত ফোরম্যান মিজানুর রহমান মিজান বলেন, ডিজিএম স্যারের সঙ্গে পরামর্শ করে বিদ্যুতের খুঁটি দিয়ে একটি নৌকা তৈরি করা হয়েছে। আর একটি খুঁটি গোলাম হোসেনের কাছে কিছু টাকা নিয়ে বিক্রি করা হয়েছে।
পল্লী বিদ্যুতের রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) দেলোয়ার হোসেন বলেন, আমি যোগদানের আগে বিদ্যুতের খুঁটি চুরি করে বিক্রির ঘটনা ঘটেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/লআ