মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ইছবরপুরস্থ শ্রীমঙ্গল রেসিডেনসিয়াল মডেল গার্লস স্কুল অ্যান্ড কলেজের দেয়াল থেকে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন ফাউন্ডেশনের পরিচালকসহ পরিবেশকর্মীরা।
স্থানীয়রা জানান, দুপুরে স্কুলের পাশের একটি দেয়ালে শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ বিশাল আকৃতির সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর অসিত কুমার পালকে জানান। পরে তিনি দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালককে খবর দেন। খবর পেয়ে প্রতিষ্ঠানটির পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এবং রিদন গৌড়কে সাথে নিয়ে ঘটনাস্থল থেকে অজগরটি উদ্ধার করেন।
স্বপন দেব সজল জানান, উদ্ধার করা অজগর সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন প্রায় ১৮ কেজি। সাপটিকে বন বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শ্রীমঙ্গল রেঞ্জের কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, উদ্ধার করা অজগরটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।
এর আগে গতকাল উপজেলার নোয়াগাঁও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) অফিসের পাশের একটি ধান ক্ষেত থেকে প্রায় পাঁচ ফুট লম্বা আরেকটি অজগর উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
কেকে/ আরআই