বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: সিসিইউতে খালেদা জিয়া      নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী      প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফের ১৮ বছর কারাদণ্ড      প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড      শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন      এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি      
দেশজুড়ে
এসিল্যান্ড শূন্য রামগঞ্জে স্থবির ভূমি সেবা, ভোগান্তিতে সাধারণ মানুষ
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৫:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে তিন মাস ধরে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের পদ শূন্য থাকায় পুরো ভূমি প্রশাসন কার্যত অচল হয়ে পড়েছে। নামজারি, জমি বেচাকেনা, মিসকেস শুনানি, খাজনা পরিশোধসহ দিনের পর দিন জরুরি সেবা বন্ধ থাকায় উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট এসিল্যান্ড দেবব্রত দাশ বদলি হয়ে গেলে পদটি শূন্য হয়। পরে ২৮ সেপ্টেম্বর চাঁদপুরের হাইমচর উপজেলা থেকে সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরীকে রামগঞ্জে পদায়ন করা হলেও তিনি যোগদান করেননি। চলতি মাসের ১৪ তারিখে মো. শহিদ উল্লাহকে এসিল্যান্ড হিসেবে পদায়ন করা হয়; তিনিও যোগদান না করায় তার আদেশ ১৬ অক্টোবর বাতিল হয়ে যায়।

বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি সেবা দেখভাল করছেন। তবে প্রশাসনিক নানা দায়িত্বের কারণে নামজারি ও অন্যান্য সার্ভিস স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। 

স্থানীয় সেবাগ্রহীতারা জানান, দীর্ঘ অপেক্ষা সত্ত্বেও কোনো কাজ এগোচ্ছে না। পৌরসভার জগতপুর গ্রামের আকবর হোসেন বলেন, ‘দুই মাস আগে নামজারির আবেদন করেছি। সাত-আটবার অফিসে গিয়েছি, কিন্তু কেউ নিশ্চিত করে বলতে পারছেন না কবে কাজ হবে।’

এমন ভোগান্তির কথা জানান আরও অনেকেই—জমি বিক্রি করতে পারছেন না তাই  বিয়ে, ব্যবসা, দেনা পরিশোধ—এসব গুরুত্বপূর্ণ কাজ থমকে আছে নামজারি ও খাজনা প্রক্রিয়া বন্ধ থাকায়।

দলিল লেখকরাও বিপাকে পড়েছেন। রামগঞ্জ সাবরেজিস্ট্রি অফিসে প্রতিদিন জমি রেজিস্ট্রির চাপ থাকলেও নামজারি ও বাটোয়ারা ছাড়া রেজিস্ট্রি সম্ভব নয়। দলিল লেখক মাসুদ আলম বলেন, ‘এসিল্যান্ড না থাকায় সব কাজ আটকে। আমাদের আয়-রোজগারও বন্ধ হওয়ার পথে।’

ভূমি অফিসের এক কর্মচারী জানান, বর্তমানে প্রায় ১৫০০ নামজারি আবেদন জমে আছে। দূর-দূরান্ত থেকে মানুষ প্রতিদিন এসে ফিরে যাচ্ছে।

রামগঞ্জ উপজেলায় অধীনস্থ ১১টি সহকারী ভূমি অফিসও একইভাবে সেবা বঞ্চনার মুখে পড়েছে, কারণ এগুলোও এসিল্যান্ডের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম বলেন, ‘এসিল্যান্ড না থাকার বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। খুব শিগগিরই পদায়ন হবে বলে আশা করছি।’

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সিসিইউতে খালেদা জিয়া
নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে বুয়েটের প্রতিনিধি দল
৬০ জন প্রশিক্ষিত তরুণ-তরুণী পেলেন কর্মসংস্থানের সুযোগ
নালিতাবাড়ীতে চলতি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ শুরু

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে কবির হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে ১৮ কোটি টাকার ঋণখেলাপির মামলা
কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
বুধবারের আলোচিত ছয় সংবাদ
প্রশাসনে ব্যাপক রদবদল
এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close