গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) ভোরে বাজহিজলতলী এলাকার ঢাকা-রাজশাহী রেলরুটে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম আলী জানান, “ভোরের দিকে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় আনুমানিক ৬০ বছর বয়সী ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।”
তিনি আরও বলেন, “নিহতের পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিল। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি, তবে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। রেলওয়ে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।”
কেকে/ আরআই