শেরপুর জেলায় টানা ষষ্ঠবারের মতো শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।
সোমবার (২৪ নভেম্বর) পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম শ্রেষ্ঠ ওসির হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক পুরস্কার তুলে দেন।
চলতি বছরের অষ্টোবর মাসের কর্মসম্পাদন মূল্যায়নের ভিত্তিতে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
এসময় আরো পুরস্কৃত হন নালিতাবাড়ী থানার এসআই বিল্লাল হোসেন (শ্রেষ্ঠ এসআই) এবং এএসআই মো. উমর ফারুক (শ্রেষ্ঠ মোবাইল উদ্ধারকারী কর্মকর্তা)।
৬ষ্ঠ বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার অনুভূতি ব্যক্ত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, টানা ষষ্ঠবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়া আমার জন্য গর্বের বিষয়। এ অর্জন সম্ভব হয়েছে পুলিশ সুপার মহোদয়সহ সকল সিনিয়র কর্মকর্তার দিকনির্দেশনা ও নালিতাবাড়ী থানার সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমের কারণে। আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
কেকে/ এমএস