বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      
খোলাকাগজ স্পেশাল
জোটের জটে রাজনীতি
শিপার মাহমুদ
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৮:৪৭ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার জোটের সমীকরণ মেলাতে ব্যস্ত সময় পার করছে দেশের রাজনৈতিক দলগুলো। ভোটের তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই। তাই সে বিষয়টি মাথায় রেখে চলছে শেষ সময়ের চুলচেরা বিচার-বিশ্লেষণ ও হিসাব-নিকাশ। 

ইতোমধ্যে বড় দুই শক্তি বিএনপি ও জামায়াত দুই শিবিরে ভাগ হওয়ার গুঞ্জন রয়েছে বিভিন্ন দলে। হিসাব মেলাচ্ছে গণঅভ্যুত্থানের শক্তি এনসিপিও। এর মধ্যেই এবার শুরু হয়েছে তৃতীয় জোট গঠনের প্রস্তুতি। আর এ জোটে থাকতে পারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবি পার্টি, গণঅধিকার এবং জামায়াত-বিএনপির বাইরে থাকা কয়েকটি ছোট দল- এমন তথ্য মিলছে রাজনীতিসংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে। 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন- গণতন্ত্র মঞ্চের কিছু দল বিএনপির সঙ্গে জোটে না-ও যেতে পারে- এমন শঙ্কা রয়েছে। একইভাবে ইসলামি জোটের কিছু দল জামায়াত নেতৃত্বাধীন মঞ্চ থেকেও সরে দাঁড়াতে পারে। ফলে এসব দল নিয়ে একটি তৃতীয় শক্তি নির্বাচনে আসতে পারে। 

এ বিষয়ে কথা হলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক খোলা কাগজকে বলেন, ‘জোট নিয়ে আলাপ-আলোচনা চলছে, তবে নির্বাচনের আগে এটি একটা জোট হিসেবে চেহারা নেবে; এ সম্ভাবনা কম। কারণ, এটার জন্য যে বোঝাপড়া দরকার, সে হিসাবে সময়টা একদম সংক্ষিপ্ত। তবে এখন যেটা হবে, জোট না হলেও আলাপ-আলোচনা করে কাছাকাছি যাওয়া; অন্তত ওই অবস্থানটা তৈরি হবে।’ 

এদিকে নির্বাচন ঘিরে নতুন জোটের আভাস দিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী কয়েক দিনের মধ্যেই নতুন জোট গঠন করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে দল হিসেবে যারা সামনে থেকে ভূমিকা রেখেছে, তাদের নিয়ে এ জোট গঠনের সিদ্ধান্ত হয়েছে। জোটে এবি পার্টির সঙ্গে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি দল থাকবে। 

গতকাল রোববার দুপুরে ফেনী শহরের একটি গণমিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে জনসংযোগ শুরু করেছেন মজিবুর রহমান। এরই অংশ হিসেবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় জোট গঠনের বিষয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, জাতীয়ভাবে সংবাদ সম্মেলন করে জনগণের কাছে বিষয়টি তুলে ধরা হবে। জোট ঘোষণার সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এবি পার্টি চেয়ারম্যান বলেন, ‘সুযোগ থাকার পরও বিএনপির সঙ্গে জোটে যাইনি। কারণ, বিএনপির অনেক নেতা এত বছর সংগ্রাম করেছেন, নির্যাতিত হয়েছেন; তাদের দলের নমিনেশন পাওয়ার অধিকার আছে। তবে বিএনপি আমাদের জন্য কিছু সিট খালি রেখেছে- বিষয়টি সত্য নয়। বরং এসব প্রশ্নে আমরা বিব্রত হই। বিএনপি একটি পুরোনো দল, তারা তাদের মতো করে নির্বাচনি প্রক্রিয়ায় এগোচ্ছে। আমরা নতুন দল হিসেবে আমাদের মতো করে প্রস্তুতি নিচ্ছি।’

অন্যদিকে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের কয়েকটি দল তাদের জোটে যাওয়ার সম্ভাবনা থাকলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যুগপৎ আন্দোলনের অন্যতম অংশীদার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির বলেন, ‘একটি কথা বলা যায়- এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। মার্কার সঙ্গে সঙ্গে ব্যক্তিও গুরুত্ব পাবে। একটি মুক্তিকামী গণতন্ত্রকে সামনে রেখে আমরা আমাদের লড়াইটি এগিয়ে নিতে চাই। সেই লড়াইটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত যে রাজনৈতিক অবস্থা, সামাজিক ব্যবস্থা সামনে আনবেন তাদের সঙ্গেই আমাদের ঐক্যর প্রশ্নটি সামনে আসবে।’

তবে ক্ষমতা বা আসনের জন্য কারো সঙ্গে কোনো সমঝোতা নয় জানিয়ে নাহিদ ইসলাম বলেছেন, তারা এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছেন। কোনো ধরনের ক্ষমতার জন্য, আসনের জন্য তারা কারো সঙ্গে কোনো ধরনের সমঝোতা করবেন না। তারা যদি একটি আসনও না পান, এনসিপি তার আদর্শ, নীতি ও লক্ষ্যে অটুট থাকবে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা যদি কারো সঙ্গে কোনো ধরনের জোট বা আলোচনায় যাই, আমরা খুবই খোলামেলাভাবে সেটা নিয়ে কথা বলতে প্রস্তুত। দেশবাসীর কাছে আমরা বলব, এখানে কোনো গোপন কিছু নেই। কিন্তু এক ধরনের মিডিয়া ট্রায়াল করা হচ্ছে- এর সঙ্গে আলোচনা বা ওর সঙ্গে আলোচনা। আমাদের মধ্যে যত মতবিরোধ থাকুক না কেন, জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো একে অপরের সঙ্গে আলোচনা করছে, বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে, আলোচনা করছে। ইন্টারনাল (অভ্যন্তরীণ), ইনফরমাল (অনানুষ্ঠানিক) নানা আলোচনায় আমরা অংশগ্রহণ করছি। এটাই একটা গণতান্ত্রিক সংস্কৃতির অংশ। সে ধরনের আলোচনাকে একটাভাবে ফ্রেমিং করার চেষ্টা যাতে গণমাধ্যমের মাধ্যমে না করা হয়, সেজন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ রইল।’

বিএনপি ও জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদকে দরকষাকষি করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এখন মুখোমুখি দাঁড়িয়েছে। একসময় তারা বন্ধু ছিল। তারা একটা চক্রান্ত করছে। একটা ভাগবাঁটোয়ারার সাজানো নির্বাচন, একটা সমঝোতার নির্বাচন করার পরিকল্পনা তারা করছে। এ ধরনের নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের যে নতুন সম্ভাবনা, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন রাজনৈতিক আকাক্সক্ষা তৈরি হয়েছে, তা ব্যর্থ হবে। এনসিপি এ ধরনের সমঝোতা বা বন্দোবস্তের নির্বাচনে কখনোই সায় দেবে না। বরং তারা এর বিরুদ্ধে অবস্থান নেবে।

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী একটি গণমাধ্যমকে জানিয়েছেন, স্বতন্ত্রভাবে নির্বাচন করবে না এনসিপি। বিএনপি জামায়াত দুটি দলকেই গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দুটি দলেরই সমালোচনা করে বলেন, বৃহত্তর স্বার্থে সংস্কারের পক্ষে এবং উদার গণতান্ত্রিক ধারায় বিশ্বাসী তাদেরই বেছে নেবে এনসিপি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জামায়াত ইসলামীর লেবার, উইমেন যে ইস্যুগুলো আছে, রাজাকার বা ট্যাগিং রাজনীতি এগুলোর আমরা বিরুদ্ধে। আমরা প্রো-ইসলামের পক্ষে। এখানে ইসলামিক অনেক শক্তি রয়েছে, তাদের কীভাবে একীভূত করা যায় সে কাজ করব। তাদের বিভাজিত না করে একটি গণতান্ত্রিক পথে হাঁটতে পারি। তারপর আসি বিএনপি, বিএনপি একটি ডেমোক্র্যাটিক পার্টি। তবে গত এক বছর বা প্রিভিয়াস এক্সপেরিয়ান্স করাপশন, দূর্নীতি, চাঁদাবাজে বিএনপির প্রত্যক্ষ মদদ ছিল। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত একটি সোসাইটি, প্রো-উইমেন সোসাইটি, প্রো-ইসলাম সোসাইটি, প্রো-লেবার সোসাইটির যাত্রা আমরা করতে যাচ্ছি। এজেন্ডাতে এ বিষয়গুলো নিয়ে যারা আমাদের ক্লোজ আসবে তাদের সঙ্গে অ্যালাইন হওয়ার সম্ভাবনা রয়েছে।’

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  রাজনীতি   বাংলাদেশের রাজনীতি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা
গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্বাধীনতার ৫৪ বছর পরেও অবকাঠামো সংকট, চরমে দুর্ভোগে বিয়ানীবাজারবাসী
আবুল সরকারকে মুক্তি দিলে অবস্থান কর্মসূচির ঘোষণা মাদানীর

সর্বাধিক পঠিত

নাটোর-১ আসনে এবি পার্টির প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
থাইল্যান্ডে যাচ্ছে তরুণ উদ্ভাবক দল সায়েন্স অ্যান্ড রোবটিকস ক্লাব
ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close