জাতীয়তাবাদী দল বিএনপির কুষ্টিয়া-১ আসনে (দৌলতপুর) প্রার্থীতা পরিবর্তন দাবিতে এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শিল্পনগরী আল্লারদর্গা বাজারে ৫ হাজারের অধিক নেতাকর্মী মশাল মিছিলে অংশগ্রহণ করেন।
এসময় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে এসে শেষ হয়।
মশাল মিছিলে নেতাকর্মী ও সাধারণ জনগণ দাবি করেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে যাকে প্রাথমিক প্রার্থীতা ঘোষণা করেছে বিএনপি, তিনি একজন খারাপ মানুষ। তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তার পিতার ২০০১ সালে মন্ত্রীত্ব চলে যায় এবং আওয়ামী শাসন আমলে নিজে বাঁচতে নেতা কর্মীদের দিয়ে আওয়ামী লীগের নৌকার পক্ষে ভোট করিয়েছেন তিনি।
তারা আরও জানান, সবচেয়ে বড় সমস্যা তিনি ওয়ান ইলেভেনের সময় সংস্কারপন্থী ছিলেন। যে একবার দলের সাথে বেইমানি করতে পারে সে বার বার পারে। তাছাড়া গত চব্বিশের ৫ আগস্টের পরে এলাকায় চাঁদাবাজী, লুটপাট, সরকারি সকল অফিস দখলসহ তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এলাকায় চর দখল, চুরি, ডাকাতির মহা উৎসব চালাচ্ছে। ফলে তার প্রার্থীতা ঘোষণা হওয়ার পরে সাধারণ বিএনপিরসহ সাধারণ ভোটাররা জামায়াতের সাথে চলে গেছে। বিএনপির হাই কমান্ড তদন্ত করলে পাবে। এই দৌলতপুর আসনে তার প্রার্থীতা পরিবর্তন না করা হলে এই আসন হারানোর সম্ভাবনা বেশি। তাই আমরা বিএনপিকে শক্তিশালী করতে আমাদের জনগণের নেতা শরীফ উদ্দিন জুয়েলকে চূড়ান্ত প্রার্থী হিসেবে দেখতে চাচ্ছি।
এতে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আলতাফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশীদ, সদস্য আলাউদ্দিন বাদল, ছাত্রদল ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনতাজ, পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ ১৪ ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ ভোটার।
কেকে/ আরআই