খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মৌলভীবাজার-৩ আসনের (সদর-রাজনগর) সংসদ পদপ্রার্থী প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল বলেছেন, ফ্যাসিস্ট শাসনের সময়ে দেশে একদলীয় লুটপাট, খুন-গুম ও অপকর্মের রাজত্ব কায়েম হয়েছিল। গত ৫৪ বছরে দেশে সব দলের শাসন মানুষ দেখেছেন, এবার ইসলামপন্থীদের শাসন দেখার পালা।
শনিবার (২২ নভেম্বর) মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় খেলাফত মজলিসের ১১ নং মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর সাংগঠনিক শাখার উদ্যোগে অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনী প্রস্ততি সভায় তিনি এসব কথা বলেন।
মৌলভীবাজার সদর ও রাজনগর সংসদীয় আসনে খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল-এর দেওয়াল ঘড়ির সমর্থনে বিশাল নির্বাচনী প্রস্তুতি সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত থেকে দেওয়াল ঘড়ির প্রতীকে ভোট দেওয়ার অঙ্গিকার করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও রাজনগর উপজেলা পরিষদেও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল।
সভায় বিশেষ অতিথি ছিলেন বরুণা মাদরাসার সদরে নায়েবে মুহতামিম মাওলানা গাজী শায়খ নুরে আলম হামিদী, খেলাফত মজলিস মৌলভীবাজার শহর শাখার সভাপতি মাওলানা কাজী হারুনুর রশীদ, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহিবুল ইসলাম, জেলা সহসাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সাইফুর রহমান, মাওলানা কাজী মুজিবুর রহমান, ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল মো. এহসানুল হক, সেক্রেটারি মাওলানা সৈয়দ আতহার জাকওয়ান।
আরো বক্তব্য রাখেন, শ্রমিক মজলিস মৌলভীবাজার জেলা সহসভাপতি শায়খুল ইসলাম, সদর উত্তর শাখার সভাপতি মাওলানা ইবরাহিম খলীল, সদর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইমাদ উদ্দিন তালুকদার, মৌলভীবাজার শহর শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ হেলাল প্রমুখ।
বক্তারা ভোটকে পবিত্র আমানত হিসেবে উল্লেখ করে তারা বলেন, অর্থ ও পেশিশক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নয়, বিবেকের সঙ্গে ভোট দিতে হবে। সৎ নেতৃত্ব ও ইসলামী অনুশাসন ছাড়া মানবতার প্রকৃত মুক্তি সম্ভব নয়।
খেলাফত মজলিসের নির্বাচনি প্রতীক দেওয়াল ঘড়ির পক্ষে এক বিশাল জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে কাজ করে যেতে হবে।
আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহবান জানান।
বক্তারা দেশে সুশাসন ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে আগামী নির্বাচনে খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করার অনুরোধ জানান।
কেকে/লিআ