বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: সিসিইউতে খালেদা জিয়া      নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী      প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফের ১৮ বছর কারাদণ্ড      প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড      শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন      এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জের বিতর্কিত পিআইও কর্মকর্তাকে বদলি
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ৭:৫৮ পিএম আপডেট: ২৩.১১.২০২৫ ৮:১১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিতর্কিত সেই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমকে সুনামগঞ্জের ছাতক উপজেলায় বদলি করা হয়েছে। তার স্থলে স্থায়ীভাবে এখনও কাউকে পদায়ন করা না হলেও পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন প্রকল্প কর্মকর্তা আলাল উদ্দিনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) ঈশ্বরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে বিদায়ী পিআইও রেজাউল করিম ঈশ্বরগঞ্জ থেকে রিলিজ নিয়ে চলে গেছেন। দুই-একদিনের মধ্যে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পিআইও আলাল উদ্দিন যোগদান করবেন।

এর আগে গত ২০ নভেম্বর দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের (ত্রাণ প্রশাসন) শাখার উপসচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পিআইও রেজাউল করমকে বদলি করা হয়।  প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় প্রশাসনিক কারণে তাকে ছাতক উপজেলায় বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।

জানা গেছে, পিআইও রেজাউল করিমের বিরুদ্ধে উৎকোচ, ভ্যাট ও আয়করের নামে টাকা আত্মসাতের অভিযোগ এনে গত (২৮ অক্টোবর) ঈশ্বরগঞ্জ উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যানগণ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন করেছিলেন।

সংবাদ সম্মেলনের আগে ময়মনসিংহ  বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যানরা। অভিযোগে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) এবং গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা-কাবিটা) প্রকল্পে প্রতিটি কাজের বিপরীতে ভ্যাট, আয়কর ও উৎকোচের নামে প্রায় ২৫ শতাংশ অর্থ হাতিয়ে নিয়েছেন পিআইও রেজাউল করিম।

এ ছাড়া বিল-ভাউচার ও মাস্টাররোল সমন্বয়ের নামে প্রতিটি প্রকল্প থেকে তিন হাজার টাকা করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও করেন চেয়ারম্যানরা।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সানজিদা রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঈশ্বরগঞ্জের পিআইও'র বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট দপ্তর তাকে বদলি করেছে। 

রেজাউল করিমের বদলিতে উপজেলায় চলমান প্রকল্পের কাজে কোন ব্যাঘাত সৃষ্টি হবে কি-না জানতে চাইলে ইউএনও বলেন, পিআইও রেজাউলের জায়গায়  অতিরিক্ত দায়িত্ব পালন করবেন গৌরীপুর উপজেলার প্রকলপ বাস্তবায়ন কর্মকর্তা। ঈশ্বরগঞ্জের উন্নয়নে টিআর, কাবিখা-কাবিটাসহ সকল উন্নয়নমূলক কাজ স্বচ্ছ এবং নিষ্ঠার সাথে করে যাচ্ছি। তাই উন্নয়ন কাজে কোন ব্যাঘাত হওয়ার শঙ্কা নেই।

কেকে/লিআ 
আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরগঞ্জ   বিতর্কিত পিআইও   কর্মকর্তা বদলি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সিসিইউতে খালেদা জিয়া
নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে বুয়েটের প্রতিনিধি দল
৬০ জন প্রশিক্ষিত তরুণ-তরুণী পেলেন কর্মসংস্থানের সুযোগ
নালিতাবাড়ীতে চলতি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ শুরু

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে কবির হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে ১৮ কোটি টাকার ঋণখেলাপির মামলা
কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
বুধবারের আলোচিত ছয় সংবাদ
প্রশাসনে ব্যাপক রদবদল
এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close