মাদারীপুর জেলার শিবচরের ট্রেনের ধাক্কায় আছুরা বেগম নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে শিবচর উপজেলা মাদবরেরচর কাঁঠালবাড়ি সীমান্তবর্তী দেওয়ানকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আছুরা বেগম কাঁঠালবাড়ি ইউনিয়নের দেওয়ান কান্দি এলাকার মৃত করিম শেখের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে মাদবরেচর কাঁঠালবাড়ি সীমান্তবর্তী এলাকা দেওয়ানকান্দি সংলগ্ন রেল লাইনের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তিনি রেললাইন পার হয়ে ছাগলের জন্য ঘাস আনতে যাচ্ছিলেন বলে জানান পরিবারের লোকজন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।”
কেকে/ আরআই