ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ব্রি-১০২ জাতের বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চত্বরে বীজ বিতরণ আনুষ্ঠানের আয়োজন করা হয়।
টপ কেয়ার লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করেন ঈশ্বরগঞ্জ পৌরসভা বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু। এতে কৃষকদের মাঝে বীজ বিতরণ করেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ‘প্রান্তিক কৃষকরাই দেশের খাদ্য উৎপাদনের মূল চালিকা শক্তি। তারা মাঠে ঘাম ঝরিয়ে যে ধান উৎপাদন করেন, সেই ফসল দিয়েই মানুষের খাদ্যের চাহিদা পূরণ হয়। আজকের এই বীজ বিতরণ কর্মসূচি কোনো উপহার নয়, বরং তাদের প্রতি আমাদের দায়বদ্ধতার একটি ক্ষুদ্র প্রয়াস।’
‘উন্নত জাতের বীজ পেলে কৃষকের উৎপাদন খরচ কমে এবং ফলনও বৃদ্ধি পায়—এ কারণে এই ব্রি-১০২ জাতের বোরো ধান তাদের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হিরা, আহসান পারভেজ, শরিফ আবেদীন জায়েদী, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী টিপু, হায়দার আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রফিক উদ্দিন, জেলা যুবদলের সদস্য জিয়াউর রহমান।
কেকে/এমএ