রাজবাড়ীতে ফারাক্কা ব্যারেজ ও বাংলাদেশ সংকট এবং পদ্মা ব্যারেজ ও বাংলাদেশ সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজবাড়ী কনভেনশন সেন্টারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি জেলা শাখা এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা শাখার সভাপতি সালাম তাসির।
অতিথি ছিলেন প্রধান উপদেষ্ঠার বিশেষ সহকারী মনির হায়দার, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এসএম মতিউর রহমান, মহাসচিব আবু ওজাব মো. হাফিজুল হক, প্রধান সমন্ময়ক মো, জাহাঙ্গীর হোসেন জালাল, সাবেক রাষ্ট্রদূত খোন্দকার আব্দুস সাত্তার, গোলাম সমীহ।
সেমিনারে ‘ফারাক্কা ব্যারেজ ও বাংলাদেশ সংকট এবং পদ্মা ব্যারেজ ও বাংলাদেশ সম্ভাবনা, দ্বিতীয় পদ্মা সেতু ও আগামীর সম্ভাবনা এবং আলোকিত রাজবাড়ী’ নিয়ে বিষয়বস্তু তুলে ধরে আলোচনা করেন অতিথিবৃন্দ এবং প্রেজেন্টেশনের মাধ্যমে এগুলো তুলে ধরা হয়।
বিষয়বস্তু উপস্থাপন করেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ ভূইয়া।
আলোচনা করেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক প্রকৌশলী মো. মাহফুজুর রহমান।
‘দ্বিতীয় পদ্মা সেতু ও আগামীর সম্ভাবনা’ বিষয়বস্তু উপস্থাপন করেন প্রকৌশলী শাখাওয়াত হোসেন শামীম।
‘কেমন রাজবাড়ী চাই! আলোকিত রাজবাড়ী’ বিষয়বস্তু তুলে ধরেন অর্ণব নেওয়াজ মাহমুদ হৃষিত ও সাদাত খান।
বক্তারা বলেন, ‘ফারাক্কা বাঁধের কারণে রাজবাড়ীসহ দেশের ২৬ জেলা ক্ষতিগ্রস্থ হচ্ছে। দিন দিন নদ-নদী, খাল-বিল, টিউবওয়েলের পানির নিচে স্তর নেমে যাচ্ছে। দেখা দিচ্ছে আর্সেনিকসহ নানা রোগ, ক্ষতি হচ্ছে ফসলের। দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসলেও সমাধান হয় নাই। দেশ বাঁচাতে ফারাক্কা বিকল্প হিসাবে রাজবাড়ীর পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণ করতে হবে। এর মাধ্যমে পানির যোগান পাওয়া যাবে। আগামীতে এই কর্মসূচি বাস্তবায়নে মশাল মিছিল, পদযাত্রা, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হবে।’
বক্তারা আরও বলেন, ‘অনেক আগেই দৌলতদিয়া-পাটুরিয়ায় পদ্মা সেতুর সমীক্ষা হয়েছিল, কিন্তু বাস্তবায়ন হয় নাই। এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে এখানে দ্বিতীয় পদ্মা সেতু হওয়া এখন সময়ের দাবি। এগুলো বাস্তবায়ন হলে দক্ষিণঞ্চলের ২৬ জেলায় নব দিগন্তের উন্মোচন হবে এবং অভূতপূর্ব উন্নয়ন হবে এই অঞ্চলের মানুষের জীবনমানের।’
কেকে/এমএ