ফেনীর সোনাগাজীর নবী উল্লাহ বাজার বণিক সমিতির আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জাহিদুল হক জাহিদকে সভাপতি ও কামরুজ্জামান স্বপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি আবু ইউসুফ, আবুল কাশেম, সহ-সেক্রেটারি ইব্রাহিম খলিল আমিন, সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্লাহ মামুন, সহ-সাংগঠনিক আবু সাঈদ, কোষাধ্যক্ষ তারিকুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ আবদুর রহিম দুলাল।
আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত রয়েছে।
জাহিদুল হক জাহিদ বলেন, ‘আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই- বণিক সমিতির সদস্যদের, যারা আমাকে সভাপতি পদে নির্বাচিত করে আমার উপর আস্থা ও ভালোবাসা জানিয়েছেন। এটি আমার জন্য একটি বড় দায়িত্বও। আমাদের চেষ্টা থাকবে সমিতির সব সদস্যের স্বার্থ সংরক্ষণ করা, ব্যবসায়ী সমাজের সার্বিক উন্নয়ন এবং একটি ঐক্যবদ্ধ, স্বচ্ছ ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলা।’
কেকে/এমএ