ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১১ টায় প্রেস ক্লাবে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের দিনটি পালন করা হয়।
প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী। বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর।
স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার।
অনুষ্ঠানে বক্তারা চার দশকের পথযাত্রা, স্থানীয় সাংবাদিকতার মান উন্নয়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রেস ক্লাবের ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রেস ক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
কেকে/এমএ