চারঘাটে ভারতীয় ফেনসিডিলসহ মোটরসাইকেল জব্দ
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৬:৩৯ পিএম

ছবি: প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলার সীমান্ত এলাকায় ফেনসিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (২১ নভেম্বর) দিনগত রাত পৌনে দুইটায় ইউসুফপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ছয় বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ও মাদক বহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
শনিবার (২২ নভেম্বর) বিকালে এ তথ্য জানিয়েছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহলদল গোবিন্দপুর এলাকায় ঝোপঝাড়ে আড়াল করে অবস্থান নেয়। এ সময় সামনের দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে আরোহী হঠাৎ লাফ দিয়ে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে একটি ব্যাগ থেকে ছয় বোতল ফেনসিডিল উদ্ধার করে জব্দ করা হয়।
জব্দ ফেনসিডিল ও মোটরসাইকেল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে।
কেকে/এমএ