মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ নভেম্বর) ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, দুপুরে বড় রায়পাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন মেঘনা নদীতে কচুরিপানার সাথে লাশটি ভাসতে দেখেন তারা। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে বিকাল চারটার সময় তারা এসে লাশটি উদ্ধার করেন।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে তার বয়স ৩৫ হতে পারে।
নিহতের গায়ে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ও গলায় রশি বাঁধা থাকায় ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে নদীতে কোথাও ফেলে দেয়া হয়েছিল।
বিষয়টি সম্পর্কে গজারিয়া নৌ-পুলিশের ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমরা লাশটি উদ্ধার করি। নিহতের গলায় রশি বাঁধা ও পেটে কোপের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ৪-৫দিন আগে তার মৃত্যু হয়েছিল।’
কেকে/লআ