বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: সিসিইউতে খালেদা জিয়া      নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী      প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফের ১৮ বছর কারাদণ্ড      প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড      শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন      এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি      
দেশজুড়ে
ক্যানসার আক্রান্ত সোনাগাজীর জসিমের বাঁচার আর্তনাদ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৫:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ক্যানসার আক্রান্ত জসিম উদ্দিনের (৪০) বাঁচার আর্তনাদ যেন আকাশ ভেঙে পড়ার মত। ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালিয়ে জীবন নির্বাহ করছেন তিনি। এরই মাঝে গত ৭-৮ মাস ধরে অসুস্থতায় ভুগছেন। স্থানীয় অনেক ডাক্তার দেখানোর পরও কোন প্রতিকার না মিলায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গিয়ে ডাক্তার দেখানোর পর ধরা পড়ে জসিম উদ্দিনের মরণব্যাধি ক্যানসার। 

ক্যানসার হয়েছে- এই কথা শুনেই যেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। 

জসিম উদ্দিন ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের গনু স্বর্ণকার বাড়ির আবুল খায়েরের ছেলে।

জসিম উদ্দিনে সাথে কথা বলে জানা যায়, ছোট থাকতে জসিমের বাবা-মা মারা যায়। সে ছোট থেকে কষ্ট যেন পিছু ছাড়ছে না। কর্মজীবনে অটোরিকশা চালিয়ে সংসার চালাচ্ছে। বিয়ে করলো মাত্র তিন বছর। এক বছরের একটা ছেলে সন্তান তাদের। বেশ কিছু দিন ধরে জসিম অসুস্থ। স্থানীয় ফার্মেসী থেকে ওষুধ এনে কোন রকম চলছিল। অবস্থার অবনতি দেখে পরবর্তী ফেনী গিয়ে ডাক্তার দেখায়। এতেও কোন পরিবর্তন না দেখে চমেক হাসপাতালে নিলে পরীক্ষায় ক্যানসার ধরা পড়ে। 

স্থানীয় কিছু লোকের সহযোগিতায় কিছু দিন চিকিৎসা চললেও এখন অর্থের অভাবে আর চিকিৎসা চলে না। আর্তনাদ করে দেশবাসীসহ সকলের দৃষ্টি আকর্ষণ করে জসিম বলেন, ‘আমার এ মাসুম বাচ্চার দিকে তাকিয়ে হলেও আমাকে চিকিৎসা করে বাঁচার সুযোগ করে দিন। আমি যেন সুস্থ হয়ে আমার বাঁচ্চার মুখের আহার যোগাড় করতে পারি। আমার চিকিৎসার জন্য আমি দেশের বিত্তবান ও সমাজের সব সহৃদয়বান ব্যক্তির সহায়তা চাচ্ছি। আমি সকলের সহায়তায় বাঁচতে চাই।’

জসিম উদ্দিনের স্ত্রী বলেন, ‘আমার সর্বস্ব অর্থ-সম্পদ গত ৬ মাসে তার পিছনে ব্যয় করেছি। আমার কোলে এক বছরের মাসুম বাচ্চা। আমি কি করে এ বাচ্চার মুখে খাবার তুলে দিবো! কিভাবে তার চিকিৎসা বা ঔষধ চালাই! প্রতিটি মূহুর্ত যেন আমার ভারি হয়ে আসতেছে। আমার বাচ্চার দিকে তাকিয়ে হলেও আমার স্বামীকে আপনারা বাঁচান। তিনি বর্তমানে চমেকর হাসপাতালে ডাক্তার ফজলে রব্বীর তত্ত্বাবধানে রয়েছেন।’

রিকশা চালক মাহাবুব হোসেনের সহায়তার জন্য তার ব্যক্তিগত কোন ফোন না থাকায় তার ভাতিজা সাইফুল ইসলা মাসুদের সাথে যোগাযোগ করেতে পারেন- এই নাম্বারে ০১৮৭০০৮৫৪০৪।

উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা বলেন, ‘ক্যানসার আক্রান্ত জসিম উদ্দিন নিজে অথবা তার পরিবারের সদস্য কাগজপত্র নিয়ে সমাজ সেবা অফিসে যোগাযোগ করলে আমরা তার জন্য অনলাইনে আবেদন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। সব কাগজপত্র দেখে তাকে ক্যানসারের এককালীন অনুদান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে।’

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  ক্যানসার আক্রান্ত   সোনাগাজী   জসিম উদ্দিন   বাঁচার আর্তনাদ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সিসিইউতে খালেদা জিয়া
নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে বুয়েটের প্রতিনিধি দল
৬০ জন প্রশিক্ষিত তরুণ-তরুণী পেলেন কর্মসংস্থানের সুযোগ
নালিতাবাড়ীতে চলতি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ শুরু

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে কবির হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে ১৮ কোটি টাকার ঋণখেলাপির মামলা
কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
বুধবারের আলোচিত ছয় সংবাদ
প্রশাসনে ব্যাপক রদবদল
এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close