কলারোয়ায় ইজিবাইক মিস্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৫:০৬ পিএম

প্রতীকী ছবি
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সুমন নামের ইজিবাইক মিস্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ নভেম্বর) সকালে কলারোয়া পৌরসভার পার্লপাড়ার একটি আমগাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সুমন (৫০) শ্রীপতিপুর গ্রামের মৃত শাহনেওয়াজের ছেলে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি হত্যা না আত্মহত্যা- তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিষয়টি স্পষ্ট হওয়া যাবে।
কেকে/এমএ