বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আসলাম চৌধুরীকে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় কর্নেল হাট থেকে বড় দারোগার হাট পর্যন্ত এই মানববন্ধনে স্থানীয় হাজারও সমর্থক ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।
মানববন্ধনে নেতা-কর্মীরা দাবি করেন, আসলাম চৌধুরী দীর্ঘ ১৭ বছর সীতাকুণ্ডে বিএনপিকে আগলে রেখেছেন। আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে তিনি প্রায় ৯ বছর জেল খেটেছেন। দলের দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। মামলা, হামলা, জেল-জুলুম আর নির্যাতনে তার ১৭ বছরের ত্যাগ এত সহজে উপেক্ষা করা যায় না। কারাগারে থাকাকালেও নেতা-কর্মীদের জামিন, আর্থিক সাহায্য ও পারিবারিক খোঁজখবরের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন। যে নেতা দুর্দিনে পাশে থাকে, তাকে বঞ্চিত করা মানে তৃণমূলকে অপমান করা।
বক্তারা বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে রাজপথে আন্দোলন যখন টালমাটাল, তখন আসলাম চৌধুরী মিছিলের সামনে থেকে রাজপথে নেতৃত্ব দিয়েছেন। এই ত্যাগী নেতাকে মূল্যায়ন করা না হলে ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে কোনো নেতা জীবন বাজি রেখে রাজপথে দাঁড়াবে না।’
আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া না হলে সীতাকুণ্ডে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে কঠিন আন্দোলনে যাওয়ার কথাও বলেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড বিএনপির সাবেক আহ্বায়ক কমল কদর, পৌর বিএনপির আহ্বায়ক জাকির মাস্টার, সদস্য সচিব সালে আহাম্মদ, উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর, ইউসুফ নিজামী, মোরসালিন, ইউনিয়ন বিএনপির সভাপতি সালামত উল্লাহ, বিএনপি নেতা মোজাহের ইসলাম আরশাফ।
কেকে/এমএ