মাগুরার শ্রীপুরে ভূমিকম্পের সময় আতঙ্কে গার্মেন্টসের ভবন থেকে তাড়াহুড়া করে বের হতে গিয়ে শতাধিক শ্রমিক আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই নারী কর্মী।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটের দিকে শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামে স্টাইলস্মিথ স্যান এ্যাপারেল লিমিটেড গার্মেন্টসে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার পর আহতদেরকে শ্রীপুর উপজেলার দারিয়াপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়েছে।
শ্রমিক ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ভূমিকম্প শুরু হলে গার্মেন্টস ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা আতঙ্কে একসঙ্গে বের হয়ে আসার চেষ্টা করেন। এ সময় হুড়োহুড়িতে এবং আতঙ্কিত হয়ে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
রিনা খাতুন নামে এক শ্রমিক বলেন, গার্মেন্টসের ২য় তলায় কাজ করছিলাম। হঠাৎ ভূমিকম্প শুরু হলে বিকট শব্দ হয় ছাদে। এলার্ম বেজে বেজে ওঠে। এসময় আতঙ্কিত হয়ে ছোটাছুটি করে অনেকেই অসুস্থ হয়ে পড়ে।
স্টাইলস্মিথ স্যান এ্যাপারেলস লিমিটেডের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান আমানউল্লাহ জানান, ভূমিকম্পে গার্মেন্টসের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এলার্ম বেজে ওঠায় কর্মীদের মধ্যে আতঙ্কা ছড়িয়ে পড়ে। এ সময় ভয়ে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে বেশ কিছু কর্মী অসুস্থ্য হয়ে পড়ে। তাদের চিকিৎসার জন্যে হাসপাতালে পাঠানো হয়।
আহত শ্রমিকদের বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুজ্জামান লিটন বলেন, হাসপাতালে প্রচুর রোগী এসেছেন। তবে কারো শারীরিক অবস্থা শঙ্কাজনক নয়।
কেকে/এআর