রামগড় ৪৩ বিজিবি’র অভিযানে ছোট ফরিংগা সীমান্তে ৩১টি ভারতীয় গরু জব্দ করেছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এই অভিযান স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে ৪৩ বিজিবি রামগড় জোনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় ছোট ফরিংগা বিওপির বিশেষ টহলদল শুক্রবার রাতে সীমান্ত পিলার ২২০৩/৬-এর কাছে তালতলী এলাকায় ফাঁদ পেতে রাখে। এ সময় ভারতীয় চোরাকারবারীরা গরু নিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। চোরাকারবারীরা গরু ফেলে ভারতীয় সীমান্তে পালিয়ে যায়। পরে টহলদল ৩১টি ভারতীয় গরু জব্দ করে আইনগত ব্যবস্থার জন্য ব্যাটালিয়নে নিয়ে আসে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় গরু, মাদকদ্রব্য, অস্ত্র, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বাহিনী জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। বিশেষ করে ছোট ফরিংগা সীমান্ত চোরাচালানকারীদের সক্রিয় এলাকা হওয়ায় সেখানে অতিরিক্ত টহল, প্রযুক্তি ব্যবহার ও সন্দেহজনক চলাচলের ওপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
কেকে/বি