গাজীপুর ও ঢাকার সাভার-আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে কেরানীগঞ্জে ছয়টি গরু চুরি মামলার ঘটনায় ছয় আসাসিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ নভেম্বর) গণমাধ্যমকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ডাবলু।
গ্রেফতারকৃতরা হচ্ছে এরশাদ ওরফে এশাদুল (৪২), লাল মিয়া ওরফে লালন (৩৬), শিমুল খান(৩০), মো. রাজু আহম্মেদ (৩২), মিলন হোসেন (৪৮) ও সবুজ মিয়া (৩২)।
মনিরুল ইসলাম জানান, গত সোমবার (১৭ নভেম্বর) কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের সিরাজনগর বটতলা এলাকার জনৈক আবুল হোসেনের বাড়ি হতে রাতে ছয়টি গরু চুরি হয়। এ ঘটনায় আবুল হোসেন বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, ‘থানায় মামলা হওয়ার পর ঢাকা জেলার পুলিশ সুপারের নির্দশে ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এসআই মিজান ও সাইদুর রহমানের একটি চৌকস দল গাজিপুর ও ঢাকা জেলার সাভার-আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে গরু চুরির ঘটনায় জড়িত ছয়জন আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এ সময় আসামী এরশাদ ওরফে এরশাদুলের কাছ থেকে গরু চুরি করার কাজে ব্যবহৃত পিকাপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের চোরাইকৃত গরু উদ্ধার ও অন্য আসামিদের গ্রেফতারের উদ্দেশ্যে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
কেকে/এমএ