দিনাজপুর সদর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মফতি মুহাম্মদ খাইরুজ্জামানের হাত পাখার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় দিনাজপুর শহরের রামনগর মদিনা মসজিদ মোড়ে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন মুহাম্মদ খাইরুজ্জামান।
পরে মদিনা মসজিদ মোড় থেকে পাঁচ শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলার শশরা ইউনিয়নের গোদাগাড়ী হাটে গিয়ে শেষ করে। সেখান থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি আউলিয়াপুর, শংকরপুর, আস্করপুর, কমলপুর হয়ে পুনরায় দিনাজপুর পৌর শহরে প্রবেশ করে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে গিয়ে শেষ কয়।
শোভাযাত্রায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওলানা শহর আব হোসাইনসহ ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন জেলা, সদর উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।
কেকে/এমএ