গাইবান্ধার সুন্দরগঞ্জে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির আয়োজনে ‘শিক্ষার মানোন্নয়ন ও সামগ্রিক শিক্ষা পরিবেশ সুদৃঢ়করণ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও অধ্যক্ষ মুহা. একরামুল হক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. আবু সায়েম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবি নকিবুল হাসান, একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন এবং পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু।
অনুষ্ঠানের শুরুতে বোর্ড চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে সম্মাননা স্মারক ও মানপত্র তার হাতে তুলে দেন প্রতিষ্ঠানটির পরিচালক মুহা. একরামুল হক। এ সময় অন্যান্য অতিথিদেরও ফুল দিয়ে কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
এর আগে অতিথিবৃন্দ বিভিন্ন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পরিদর্শন করেন এবং কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।
কেকে/এজে