লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের প্রাঙ্গণে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব প্রশান্ত কুমার দাশ।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং রায়পুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে মোট ২২টি স্টল অংশ নেয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রযুক্তি উদ্ভাবক, গবেষণা সংস্থা ও নতুন প্রজন্মের উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী পণ্য, গবেষণা ও প্রযুক্তিগত সাফল্য দর্শনার্থীদের সামনে উপস্থাপন করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সাইন্টিফিক অফিসার অজয় কান্তি মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাহারুল আলম, পানি সম্পদ কর্মকর্তা আতাউর রহমান।
অনুষ্ঠানে মেহেদী হাসান বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় আয়োজিত এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য হল স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তিগুলোকে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, যাতে এসব প্রযুক্তি সরকারি প্ল্যাটফর্মে পৌঁছে জাতীয়ভাবে ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়।’
প্রদর্শনী ঘুরে দেখতে নানা বয়সী মানুষের ভিড় ছিল লক্ষণীয়। স্থানীয় উদ্ভাবকদের প্রযুক্তি প্রদর্শনী দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।
কেকে/এমএ