লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মির্জারকোট ও মোমিনপুর এলাকায় অভিযান চালিয়ে খাস জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
পাটগ্রাম উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘন করে খাস জমি থেকে বালু উত্তোলন ও বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহনের দায়ে তিনজনকে আটক করা হয়। তারা হলেন—পাটগ্রামের মোমিনপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে হামিদুল ইসলাম, মির্জারকোর্ট গ্রামের টিপু সুলতানের ছেলে ফিরোজ হাসান ও লালমনিরহাটের কালীগঞ্জের তুষভান্ডার গ্রামের অনিল মণ্ডলের ছেলে গৌতম মণ্ডল। তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও উত্তম কুমার দাশ বলেন, “অবৈধভাবে যত্রতত্র বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলছে এবং এটি অব্যাহত থাকবে।”
অভিযানে পাটগ্রাম থানার এসআই সোহাগ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম আদালতকে সহযোগিতা করে।
কেকে/ আরআই