লালমনিরহাটের আদিতমারীতে জমির ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী পশ্চিমপাড়া এলাকার ডা. আব্দুল আজিজের বাড়ি থেকে পুলিশ গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, ডা. আজিজ নিজ ক্ষেতে ড্রেনের কাজ করছিলেন। এ সময় সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে কাছে গিয়ে দেখেন গ্রেনেডের মতো। পরে তিনি গ্রেনেডটি বাড়িতে এনে পরিবার ও স্থানীয়দের দেখান। সন্দেহ হলে তারা আদিতমারী থানা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থল গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে।
বাড়ির মালিক ডা. আজিজ জানান, সকালে নিজ জমিতে সেচের জন্য ড্রেনের কাজ করতেছিলাম এমন সময় মাটি খুড়তে গিয়ে গ্রেনেডটি দেখতে পায়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে আমার বাড়ীর পার্শ্ববর্তি বাড়ীতে মুক্তিযোদ্ধারা থেকে যুদ্ধ করেছিল। আমি তাদের সাথে থেকে বিভিন্ন কাজে সহযোগি হিসেবে কাজ করেছিলাম। সে সময় আমি দেখতাম তারা বিভিন্ন জায়গায় গ্রেনেড নিক্ষপ করে পাকিস্থান হানাদার বাহিনী আসার পথে বিভিন্ন বড় বড় ব্রীজ, কালভার্ট গ্রেনেড নিক্ষেপ করে ধ্বংস করে পাকিস্থানীদের আসার পথ বন্ধ করে দিয়েছিল। হয়তোবা সে আমলের মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত ফেলে যাওয়া গ্রেনেড হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
আদিতমারী থানার ওসি আলী আকবর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া পরিত্যক্ত গ্রেনেডটি ৭১ সালে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধকালীন সময়ে ফেলে যাওয়া হতে পারে। পরিত্যক্ত গ্রেনেডটি পরবর্তিতে বিধি মোতাবেক ডিসপাস করা হবে। গ্রেনেডটি বর্তমানে নিরাপদে থানায় রাখা হয়েছে। গ্রেনেডটি কোথা থেকে এল বিষয়টি তদন্তের জন্য একটি সাধারণ ডায়েরি করা হবে।
কেকে/ আরআই