পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের সুড়িগছ ও আঠারখাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে সড়কের ওপর নির্মাণ সামগ্রী রেখে বায়ুদূষণ সৃষ্টির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ন ব্যবহার করায় দুই ট্রাকচালককে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় শব্দদূষণকারী তিনটি হাইড্রোলিক হর্নও জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আকাশ। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী।
পরে বালু ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী বলেন, “বায়ুদূষণ ও শব্দদূষণ এখন জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। পরিবেশ রক্ষা সবার দায়িত্ব। আমরা নিয়মিত নজরদারি ও সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আকাশ বলেন, “অবৈধভাবে বালিসহ বিভিন্ন সামগ্রী সড়কে জমা করা বা হাইড্রোলিক হর্ন ব্যবহার জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। একই সঙ্গে আমরা সবাইকে পরিবেশবান্ধব আচরণে উদ্বুদ্ধ করতে কাজ করছি।”
পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে জেলা জুড়ে এমন অভিযান ধারাবাহিকভাবে চলবে।
কেকে/ আরআই