গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা এলজিইডি অফিসে ঘুষ গ্রহণের অভিযোগে উপ-সহকারী প্রকৌশলী শরিফুল ইসলামের বিরুদ্ধে দুদক অভিযান পরিচালনা করেছে।
গত ৩০ অক্টোবর এ ঘটনায় বিভিন্ন মিডিয়ায় প্রতিবেদন প্রকাশ পেলে বিষয়টি দুদকের নজরে আসে।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৯ নভেম্বর) রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের দুদকের একটি বিশেষ টিম গোবিন্দগঞ্জ উপজেলা এলজিইডি অফিসে আকস্মিক অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন দুদকের উপ-পরিচালক মো. ফেরদৌস রায়হান বকসী। অভিযানে আরো উপস্থিত ছিলেন দুদকের কোর্ট ইন্সপেক্টর হোসেন আলী এবং এএসআই মাসুদ রানা।
উপ-পরিচালক ফেরদৌস রায়হান বকসী বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ও প্রতিবেদনের ভিত্তিতেই তারা অভিযানে নেমেছেন।’
তিনি আরও বলেন, ‘ভিডিওতে যেভাবে ঠিকাদারের কাছ থেকে টাকা গ্রহণের বিষয়টি উঠে এসেছে, সেই ঠিকাদারের সাথেও আমরা কথা বলবো। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট দপ্তরে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদন পাঠানো হবে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, ‘ঘুষ গ্রহণের ভিডিওটি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই আমি শরিফুল ইসলামের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছি।’
অভিযানকালে অভিযোগের মুখোমুখি উপ-সহকারী প্রকৌশলী শরিফুল ইসলামের কাছ থেকে ঘুষ গ্রহণের বিষয়ে লিখিত বক্তব্য নেওয়া হয়। দুদক টিম ঘটনাস্থল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করে এবং গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
কেকে/বি