বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম এ খালেক বলেছেন, “আমরা বিগত ২৫ বছর ধরে ধানের শীষের পূজারী। ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করেছি। মাঠে-ঘাটে নির্যাতিত হয়েছি, কিন্তু ধানের শীষের পথ ছাড়িনি। আমাদের নেতাকর্মীরাও সবসময় বিএনপির সঙ্গে থেকেছে। বাঞ্ছারামপুরের মাটি ধানের শীষের ঘাঁটি। এটা সবাইকে মনে রাখতে।”
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে বাঞ্ছারামপুর বিএনপির সাবেক দুইবারের সংসদ সদস্য মরহুম এটিএম ওয়ালী আশরাফের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শাহ রাহাত আলী (রহ.) মাজার মাঠে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, “ঐক্যের কোন বিকল্প নেই। ঐক্য ছাড়া পরিবার থেকে সমাজ, রাষ্ট্র কেউই এগোতে পারবে না।”
এসময় বিশেষ বক্তা, বিএনপি নেত্রী ও মরহুম ওয়ালী আশরাফের মেয়ে রাইকা ওয়ালী খান বলেন, “আমার বাবা দেশ ও দশের জন্য কাজ করে গেছেন। বাঞ্ছারামপুরে বিএনপির গোড়াপত্তন করেন তিনি। ২ বার নির্বাচিত এমপি হয়েছিলেন।আমরা ডান বাম বুঝি না। বাঞ্ছারামপুরে ধানের শীষের প্রার্থী মনোনয়ন দিতে হবে।”
আব্দুস সাত্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মেজর (অব.) সাইদ, সদস্য ভিপি নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম.ম. ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, সাবেক যুবদল সভাপতি ভিপি মুজিব, উপজেলা যুবদল সদস্য সচিব জিসান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মুসা হায়দার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, বিশিষ্ট আইনজীবী মীর হালিম, পৌর যুবদল সদস্য সচিব ইমান আলী, উপজেলা জাসাস আহ্বায়ক এম এ সালাম, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন যুবদল সভাপতি নিজাম উদ্দীন, সাধারণ সম্পাদক আবুল হাসান, সাবেক সভাপতি শাহ আলম, ছাত্রদলের সাবেক সভাপতি নুর মোহাম্মদ ও সেচ্ছাসেবক দল সভাপতি আলমগীর হোসেন।
পরে বাঞ্ছারামপুর বিএনপির সাবেক দুইবারের সংসদ সদস্য মরহুম এটিএম ওয়ালী আশরাফের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
কেকে/ আরআই