নাটোরে অনলাইন প্রতারণা, সাইবার অপরাধ ও অনলাইন হ্যাকিং থেকে তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।
বুধবার (১৯ নভেম্বর) বেলা ১২টার দিকে লালপুরের মোহরকয়া ডিগ্রি ও অনার্স কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত এই সচেতনতা সভায় সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার তারিকুল ইসলাম শিক্ষার্থীদের সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেন। তিনি বলেন, “বর্তমান সময়ে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি এখন ব্যক্তিগত তথ্যের ভাণ্ডার। ডিজিটাল মাধ্যমে মেয়েরা হয়রানির শিকার হন। পাশাপাশি অন্যরাও বিভিন্নভাবে প্রতারনার শিকার হন। এছাড়া মোবাইল হ্যাকিংয়ের মাধ্যমেও প্রতারণা করা হয়।”
তিনি আরও বলেন, “যে কোনো অনলাইন প্রতারণা, হ্যাকিং, ব্ল্যাকমেইলিং বা সাইবার হয়রানির শিকার হলে ভয় না পেয়ে আইনের সহায়তা নিতে হবে। পুলিশ ভুক্তভোগীর পরিচয় গোপন রেখে আইনি সহায়তা দেবে। সচেতনতা ও আত্মরক্ষার দক্ষতা অর্জনই সাইবার ঝুঁকি মোকাবিলার প্রথম শর্ত।”
সভাপতির বক্তব্যে মোহরকয়া ডিগ্রি ও অনার্স কলেজের অধ্যক্ষ ড. মো. ইসমত হোসেন বলেন, যুবসমাজকে নিরাপদ ডিজিটাল ব্যবহারে উৎসাহিত করতে পুলিশের এমন উদ্যোগ প্রশংসনীয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন কুমার হোড়, জেলা গোয়েন্দা পুলিশের ওসি হাসিবুল্লাহ হাসিব, লালপুর থানার ওসি রফিকুল ইসলামসহ শিক্ষার্থী ও অভিভাবকরা।
কেকে/ আরআই