বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: সিসিইউতে খালেদা জিয়া      নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী      প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফের ১৮ বছর কারাদণ্ড      প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড      শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন      এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি      
দেশজুড়ে
বাগমারায় পুলিশকে মারধরের প্রধান আসামি সাগর গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ২:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় পুলিশকে আক্রমণ করে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় অন্যতম প্রধান পলাতক আসামি মো. সাগর প্রামাণিককে (৩৩) গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (১৮ নভেম্বর) গভীর রাতসোয়া ২টায় নওগাঁ জেলার আত্রাই উপজেলার গোয়ালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাগর বাগমারা উপজেলার রনশিবাড়ী এলাকার নুর মোহাম্মদ প্রামাণিকের ছেলে।

বুধবার (১৯ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, চলতি বছরের ৪ এপ্রিল বাগমারা উপজেলার রনশিবাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে রাজ্জাক প্রামাণিক নামে এক ব্যক্তিকে ধারালো ছুরি দিয়ে জখম করে হত্যা করে আমিনুল ইসলাম ওরফে আমিরুল। ঘটনার পরপরই স্থানীয়রা আমিরুলকে ধরে ফেলে। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিরুলকে নিজেদের হেফাজতে নেয়।

কিন্তু পুলিশ আমিরুলকে থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় প্রায় ১০০০ থেকে ১২০০ জনের এক উত্তেজিত জনতা লাঠি ও ইট নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশ সদস্যদের মারধর করে এবং সরকারি কাজে বাধা দিয়ে আমিরুলকে ছিনিয়ে নেয়। এরপর জনতা আমিরুলকে লাঠি ও ইট দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় সাতজন পুলিশ সদস্যও আহত হন।

এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনাটি দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে বাগমারা থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০০-১২০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই আসামিরা দেশের বিভিন্ন স্থানে পালিয়ে যায়।

আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব। এর আগে পৃথক অভিযানে আরো সাতজনকে গ্রেফতার করা হয়।

এরই ধারাবাহিকতায়, মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে নওগাঁর আত্রাইয়ের গোয়ালবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের অন্যতম প্রধান পলাতক আসামি সাগর প্রামাণিককে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত সাগরকে রাজশাহী জেলার বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সিসিইউতে খালেদা জিয়া
নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে বুয়েটের প্রতিনিধি দল
৬০ জন প্রশিক্ষিত তরুণ-তরুণী পেলেন কর্মসংস্থানের সুযোগ
নালিতাবাড়ীতে চলতি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ শুরু

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে কবির হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে ১৮ কোটি টাকার ঋণখেলাপির মামলা
কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
বুধবারের আলোচিত ছয় সংবাদ
প্রশাসনে ব্যাপক রদবদল
এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close