সভাপতি বাদল, সম্পাদক মোস্তফা, সাংগঠনিক সম্পাদক শাওলিন
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মতলব দক্ষিণ উপজেলা শাখার নতুন কমিটি গঠন
সুমন আহমেদ, মতলব (চাঁদপুর)
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১২:২০ পিএম

ছবি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মতলব দক্ষিণ উপজেলা শাখার নতুন কমিটি গঠন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মতলব দক্ষিণ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে মতলব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এসোসিয়েশনের এক সাধারণ সভায় কণ্ঠ ভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদিত হয়। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ বাদল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোস্তফা কামাল।
সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের চাঁদপুর জেলা কমিটির সভাপতি ওমর ফারুক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সবুজ ভদ্র। অধিবেশন শুরুর পূর্বে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে গঠনতন্ত্র অনুযায়ী পাঁচটি গুরুত্বপূর্ণ পদের বিপরীতে প্রস্তাব উপস্থাপন করা হয়।
কণ্ঠ ভোটে সাংগঠনিক সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হন মো. আশরাফুল জাহান শাওলিন। শিক্ষা বিষয়ক সম্পাদক নির্বাচিত হন মো. ফজলে রাব্বী ইয়ামিন এবং অর্থ বিষয়ক সম্পাদক নির্বাচিত হন মো. আব্দুল হাই।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, বাকি পদগুলো পূরণ করে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জেলা কমিটির নিকট অনুমোদনের জন্য প্রেরণ করা হবে।
নবগঠিত কমিটির সভাপতি ফারুক আহমেদ বাদল এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পুনরায় দায়িত্ব পাওয়ায় সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দুই বছর নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।
কেকে/এআর