বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      
খোলাকাগজ স্পেশাল
বেড়েছে খুন-খারাবি
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৯:৩০ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

রাজধানী ঢাকাসহ সারা দেশে হঠাৎ করেই বেড়ে গেছে খুনের ঘটনা। এর মধ্যে রাজনৈতিক হত্যা যেমন রয়েছে, তেমনি ব্যক্তিগত স্বার্থসংক্রান্ত বিষয়েও ঘটছে রোমহর্ষক খুনের ঘটনা। এ ছাড়া পেশাদার সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারের কারণেও বাড়ছে হত্যাকাণ্ড। বিশেষ করে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা সংশ্লিষ্টদের চিন্তায় ফেলে দিয়েছে। নির্বাচানের আগে এসব খুনের ঘটনা নাগরিক সমাজে শঙ্কার সৃষ্টি করেছে। 

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের কার্যকরী পদক্ষেপ চান তারা। তাদের আশঙ্কা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতায় পরিস্থিতির আরো অবনতি হতে পারে। 

গত সোমবার রাতে রাজধানীর মিরপুরে দোকানে ঢুকে প্রকাশ্যে গোলাম কিবরিয়া নামের এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া একই দিন গভীর রাতে চট্টগ্রামের রাউজানে জাহেদ তালুকদার নামের এক যুবদল কর্মীকে গুলি করে আহত করা হয়। অন্যদিকে গত শনিবার রাতে লক্ষ্মীপুরে আবুল কালাম নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ছাড়া বরিশালে রবিউল নামে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। 

এর আগে চলতি মাসের ১০-১৫ তারিখের মধ্যে ঢাকাসহ সারা দেশে অন্তত ২৮টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে রাজধানীতেই ঘটেছে ৭টি খুনের ঘটনা। কুপিয়ে ও গুলি করে যেমন হত্যা ঘটনা আছে, তেমনি নৃশংস হত্যার ঘটনাও রয়েছে।

এসব হত্যাকাণ্ডের বেশকিছু ঘটনা ছিল রোমহর্ষক। প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে হত্যাকাণ্ডের মতো ঘটনা যেমন আছে, তেমনই হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে ড্রামে ফেলে রাখার ঘটনাও আছে। আবার অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যার ঘটনাও আছে। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্ত্রীকে হত্যার পর ব্লেড দিয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে গাজীপুরে। চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে যাত্রাবাড়ীতে। মাদক সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করেও ঘটেছে খুনের ঘটনা।

আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টরা এসব হত্যাকাণ্ডকে সামাজিক অপরাধ হিসেবে বিবেচনায় নিয়ে অপরাধী গ্রেফতারে জোর দিচ্ছে। তবে অপরাধ বিশেষজ্ঞরা বিষয়টিকে দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা হিসেবে।

অবশ্য খুনের ঘটনাগুলোকে সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হিসেবে মানতে নারাজ পুলিশ। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ডের ঘটনাগুলোর কারণ বিশ্লেষণে দেখা যায়, প্রতিটি খুনের ঘটনাই পৃথক কারণে ঘটেছে। যা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত বহন করে না। এগুলো সবাই সামাজিক অপরাধ বা অবনতির ইঙ্গিত দিচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে সব ঘটনাই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান তিনি। 

অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো ঘটছে মূলত স্বার্থের দ্বন্দ্ব থেকে। যেমন দলের মধ্যে আধিপত্য বিস্তার বা এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধের মতো কারণে। অন্যদিকে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা শিথিল, পাশাপাশি রাজনৈতিক অস্থিরতাও বাড়ছে। এর সুযোগে চিহ্নিত সন্ত্রাসীরা আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠছে। এতে তাদের মধ্যে খুনাখুনি বাড়ছে। এ ছাড়া জমিজমা নিয়ে দ্বন্দ্ব, ব্যক্তিগত বা প্রেমঘটিত কারণেও বাড়ছে হত্যার ঘটনা। এটা সামাজিক অস্থিরতারই লক্ষণ। নানা কারণে মানুষের মধ্যে সহনশীলতা, ধৈর্য ও বিবেচনাবোধ কমে যাচ্ছে। এতে বাড়ছে নৃশংস হত্যার ঘটনা। 

সমাজে হত্যাকাণ্ড বেড়ে যাওয়ার পেছনে দুটি কারণ চিহ্নিত করেছেন অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক। তার মতে, সমাজে যখন এমন ধারণার জন্ম হয় যে হত্যা করলেও কোনো না কোনো উপায়ে পার পাওয়া সম্ভব- এমন মনস্তাত্ত্বিক অবস্থা তাকে খুনের মতো ভয়ংকর অপরাধ করতে সাহস জোগায়। অন্যদিকে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির নমনীয়তা অপরাধীদের বেপরোয়া করে দেয়। এতে তাদের অপরাধপ্রবণতার উৎসাহ বাড়ে। 

দোকানে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা : গত সোমবার রাজধানীর মিরপুরে দোকানে ঢুকে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে (৪৭) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, সন্ধ্যা পৌনে সাতটার দিকে গোলাম কিবরিয়া মিরপুর ১২ নম্বর সেকশনের সি-ব্লকে হার্ডওয়্যারের একটি দোকানের ভিতরে ছিলেন। তখন এ ঘটনা ঘটে। 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কিবরিয়া দোকানে ঢোকার দু-তিন সেকেন্ডের মধ্যে কয়েকজন দুর্বৃত্ত দোকানে ঢুকে তাকে গুলি করতে শুরু করে। তাদের প্রত্যেকের মাথায় হেলমেট ও মুখে মুখোশ ছিল। 
বরিশালে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা : অভ্যন্তরীণ কোন্দল ও পূর্বশত্রুতার জেরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগুরপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রবিউলকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত সোমবার সন্ধ্যায় আগুরপুর ইউনিয়ন বাজারে এ ঘটনা হয়। 

খুন হওয়ার আগে বিএনপি নেতার ভিডিও বার্তা : গত শনিবার রাতে লক্ষ্মীপুরে বিএনপি নেতা আবুল কালাম জহিরকে গুলি ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। খুন হওয়ার আশঙ্কার কথা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছিলেন তিনি। মৃত্যুর দুই দিন পর গত সোমবার রাতে আবুল কালামের এই ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে আবুল কালাম খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। তাকে খুন করতে পারেন, এমন ১১ জনের নামও বলে যান তিনি। এই ১১ জনের মধ্যে আবুল কালাম হত্যার অন্যতম অভিযুক্ত কাউছার মানিক ওরফে ছোট কাউছার রয়েছেন।

এর আগে গত ১০ নভেম্বর পুরান ঢাকার সূত্রাপুরে প্রকাশ্যে গুলি করে তারিক সাইফ মামুন নামের একজনকে হত্যা করে সন্ত্রাসীরা। পুলিশের ভাষ্য, নিহত মামুন সরকারের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। এর আগের দিন মুন্সীগঞ্জে আরিফ মীর নামের এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়। 

রাজধানীতে মাসে গড়ে ২০টি হত্যাকাণ্ড : গত ১০ মাসে রাজধানী ঢাকায় ১৯৮টি হত্যাকাণ্ড ঘটেছে। সেই হিসাবে প্রতি মাসে গড়ে ঢাকায় ২০টি করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। গতকাল সকালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

পুলিশের এ কর্মকর্তা বলেন, গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে অক্টোবরে রাজধানীতে হত্যাকাণ্ডের ঘটনা ১৮টি। বেশিরভাগ ঘটনায় আমরা দ্রুততম সময়ে দোষীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পারিবারিক কলহ, পূর্বশত্রুতা, রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তারসহ নানা করণে এসব হত্যাকাণ্ড ঘটে বলে জানান তিনি।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা
গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্বাধীনতার ৫৪ বছর পরেও অবকাঠামো সংকট, চরমে দুর্ভোগে বিয়ানীবাজারবাসী
আবুল সরকারকে মুক্তি দিলে অবস্থান কর্মসূচির ঘোষণা মাদানীর

সর্বাধিক পঠিত

নাটোর-১ আসনে এবি পার্টির প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
থাইল্যান্ডে যাচ্ছে তরুণ উদ্ভাবক দল সায়েন্স অ্যান্ড রোবটিকস ক্লাব
ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close