মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পুশপুত্তলিকায় প্রতীকী ফাঁসি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার রাজবাড়ীর বড়পুল চত্বরে দলটির জেলা সংগঠক ও রাজবাড়ী-১ আসনের সম্ভাব্য প্রার্থী আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ প্রতীকী ফাঁসি দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার মুখ্য সংগঠক এইচ এম হাসিবুল ইসলাম শিমুল, জুলাই গণঅভ্যুত্থানে আহত স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য মিরাজুল ইসলাম তুর্য, এনসিপি জেলা সংগঠক জুলাই যোদ্ধা সাইদুজ্জামান সাকিব, জেলা জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক আলতাফ মাহমুদ, জুলাই যোদ্ধা ছাত্রনেতা রাজিব মোল্লা, ছাত্রশিবিরের সাথি আব্দুর রহিম প্রমুখ।
ফাঁসির প্রতীকী কার্যক্রম শেষে শ্রমিক, পথচারীসহ সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এনসিপি রাজবাড়ীর সংগঠক ও সম্ভাব্য প্রার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, “ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার ফাঁসির রায় হয়েছে, এখন কার্যকর দেখতে চাই। দ্রুত সরকার যেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করে। আজ আমরা হাসিনার পুশপুত্তলিকা বানিয়ে জনসম্মুখে ফাঁসি দিয়েছি এবং উপস্থিত সবাইকে মিষ্টি খাইয়েছি।”
কেকে/ আরআই