শ্রমিক অসন্তোষের জেরে নীলফামারীর উত্তরা ইপিজেডের সনিক বিডি লিমিটেড নামে একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে কারখানা কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।
সনিক বিডি লিমিটেডের পরিচালক মি. সু ইয়ংবাও (পোলো) স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, ১৬ নভেম্বর শ্রমিকরা কাজে যোগদান না করে প্রধান ফটকে তালা লাগায়, ফলে কারখানার সার্ভার ও কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই কারণে প্রায় দেড়শত গার্মেন্টস ডেলিভারি পাঠানো সম্ভব হয়নি।
পরবর্তীতে ১৭ নভেম্বর শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষ আশ্বাস দিলেও তারা উশৃঙ্খল আচরণ ও বেআইনী কর্মবিরতি চালিয়ে যায়। এরপর ১৮ নভেম্বর বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯ অনুযায়ী কারখানার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে, সনিক বিডি লিমিটেডের ছাটাইকৃত শ্রমিকরা এদিন বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। তারা জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করে তাদের পুনঃবহালের দাবি জানিয়েছে।
উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক আব্দুল জব্বার বলেন, “কোম্পানীর সিদ্ধান্তে শ্রমিক ছাটাই করা হলেও শ্রমিকরা তা মেনে নেয়নি। তাদের নয় দফা দাবি বিবেচনায় নেওয়া হয়েছে। আলোচনা চলছে, দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।”
কেকে/ আরআই