বিএনপির সবেক সাংসদ ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী সালিমুল হক কামল বলেছেন, “বিএনপির প্রাণ ও মূল শক্তি হচ্ছে তৃণমূলের জনগণ। বিগত বছর ধরে বিএনপির পতাকাকে যারা সমুন্নত রেখেছে আমি তাদের মতামতকে প্রাধান্য দিতে চাই। তৃণমূলের মতামতের ভিত্তিতে দল যাকে নমিনেশন দেবে আমরা তাকে নিয়ে কাজ করতে চাই। তবে তৃণমূলের জনগণ যদি চায় তাহলে আমি নির্বাচন করতে রাজি।”
মঙ্গলবার শালিখা উপজেলা বিএনপির আয়োজনে আড়পাড়া আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গণ অনুষ্ঠিত এক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “শালিখা ও মহম্মদপুরের সাবেক দুই উপজেলা চেয়ারম্যান, ১৯টি ইউনিয়নের মধ্যে ১৮জন সাবেক ইউপি চেয়ারম্যান এবং সম্প্রতি ভোটে নির্বাচিত ৫১৩জন ওয়ার্ড বিএনপির সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকের মধ্যে ৫০১জনসহ শত শত শুভাকাঙ্ক্ষীর ভালোবাসা ও চাওয়াকে আমি এড়িয়ে যেতে পারি না।”
এ সময় শালিখা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু বলেন, “যে মানুষ জনগণ থেকে বিচ্ছিন্ন তাকে নমিনেশন দিলে শালিখার আপামর জনতা সেটা মেনে নিবে না।”
শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুন্সি আনিসুর রহমান মিলটনের সভাপতিত্বে ও বিএনপি নেতা শহিদুজ্জামান শহীদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, মহম্মদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, বিএনপির সাবেক সভাপতি গোলাম আযম সাবু, সাধারণ সম্পাদক আকতার হোসেন ও দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ।
কেকে/ আরআই