লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাধ্যমিক প্রতিষ্ঠানসমূহে স্কাউটিং কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে প্রধান শিক্ষক ও গ্রুপ সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আদিতমারী উপজেলা স্কাউটসের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার। স্বাগত বক্তব্য দেন রৌপ্য ইলিশ পদকপ্রাপ্ত স্কাউট মোজাম্মেল হক, উপজেলা স্কাউট কমিশনার আলমগীর হোসেন কাজী ও উপজেলা স্কাউট সম্পাদক মফিদুল ইসলাম মোহন।
সভায় প্রতিটি বিদ্যালয়ে স্কাউটিং কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়। এছাড়া তরুণ ও আগ্রহী শিক্ষকদের জন্য একটি ওরিয়েন্টেশন কোর্স এবং একটি বেসিক কোর্স আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
কেকে/ আরআই