নীলফামারীর উত্তরা ইপিজেডের সনিক বিডি লিমিটেডে শ্রমিক ছাটাই বন্ধ ও ছাটাইকৃত শ্রমিকদের পুনঃবহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
এর আগে ইপিজেড থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছায় শ্রমিকরা। অবস্থান চলাকালে বক্তৃতা দেন সনিক কারখানার শ্রমিক মোহাইমিনুল ইসলাম, রশিদুল ইসলাম, হাবিবুর রহমান, শিমু আক্তার, নাছরিন বেগম, নূর জাহান প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, “শ্রমিকদের ২৬ দফা যৌক্তিক দাবি মালিকপক্ষ মেনে নিলেও কারখানার কিছু কর্মকর্তা এসব দাবি বাস্তবায়নে বাধা সৃষ্টি করে অকারণে শ্রমিক ছাটাই করছেন। ওই ২৬ দফার মধ্যে অসুস্থ্যতার ছুটি ও প্রাপ্য ওভারটাইমের কথা উল্লেখ থাকলেও ওই দাবি উপেক্ষিত হয়েছে।”
তারা দাবি বাস্তবায়নে বাধাসৃষ্টিকারী কর্মকর্তাদের অপসারণ, নিয়মিত ওভারটাইমের পাওনা পরিশোধ এবং ছাটাইকৃত শ্রমিকদের পুনঃবহালের দাবি জানান।
শেষে শ্রমিকদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সাক্ষাত করেন এবং দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, এসব দাবিতে গত তিন দিন ধরে ইপিজেডে ওই কারখানার গেটে অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা।
কেকে/ আরআই