আশুলিয়ায় এবার সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি কাঁচামাল বোঝাই পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এ সময় আগুনে পিকআপ ভ্যানে থাকা কিছু রসুন, পেঁয়াজ পুড়ে গেলেও পিকআপটির তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বগাবাড়ি এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও পিকআপের চালক জানায়, সোমবার (১৭নভেম্বর) রাত সাড়ে ১২ টায় বিভিন্ন ধরনের সবজি ও মশলা বোঝাই পিকআপটি সড়কের পাশে দাঁড় করিয়ে রেখে বাসায় যান চালক। মঙ্গলবার ভোরে পিকআপটিতে থাকা মালামালের ওপর অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন দেখতে পেয়ে নিজস্ব উদ্যোগে দ্রুত পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, ‘ভোর সাড়ে ৪টায় আমরা আগুনের খবর পাই। এরপর দ্রুত ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই আশাপাশের লোকজন অল্প সময়ের মধ্যেই আগুন নিভিয়ে ফেলেন।’
এ ঘটনাকে অগ্নিসংযোগের চেষ্টা বলা যেতে পারে জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘আগুনে পিকআপের উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি।’
কেকে/বি