বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: সিসিইউতে খালেদা জিয়া      নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী      প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফের ১৮ বছর কারাদণ্ড      প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড      শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন      এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি      
দেশজুড়ে
ধনবাড়ীতে গাছ কেটে জমি দখলের চেষ্টা প্রতিপক্ষের
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও গাছ কাটার অভিযোগ উঠেছে। ওই জমিতে থাকা প্রায় অর্ধশতাধিক বিভিন্ন প্রজাতির বনজ গাছ কেটে ফেলেছে। এ ঘটনায় শনিবার (১৪ নভেম্বর) ধনবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভোক্তভুগী পরিবার।

অভিযোগকারী জমির মালিক ইউসুফ আলী জানায়, আমি আমার পৈত্তিক সূত্রে পাওয়া বীরতারা মৌজার ৯০১ ও ১৫০৯ নম্বর দাগের মোট ৪৪ শতাংশ দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসতেছি। প্রতিপক্ষ বিবাদী আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ও বিপ্লব গং জমিটি বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে আমাদের ওপর নানা অত্যাচার করে বাড়ি ছাড়া করেছে। সেই থেকেই আমার ওই জমিটি জোরপূর্বক দখল করার পাঁয়তারা করছে। 

‘শুধু তাই নয় বর্তমানে ওই জমিতে রোপিত গাছ কেটে ফেলেছে। আমি প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে মারপিট করতে আসে। তাদের প্রাণ নাশের হুমকিতে আমি ও আমার পুরো পরিবার আতঙ্কে রয়েছি।  এ ব্যাপারে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এই ঘটনায় সঠিক বিচার চাই।’

অভিযুক্তরা হলেন হলেন বালাসুতী গ্রামের মৃত হাতেম আলীর ছেলে আ. মান্নান (৬০), সোলাইমান হোসেনের ছেলে শাহিন মিয়া, আ. করিমের ছেলে মিনহাজ মিয়া (২৮) ও আ. মান্নানের ছেলে বিপ্লব হোসেন (৩২)।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী জানান, জমিটি ইউসুফ আলীর সেই জমিটি  বিগত আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ নেতা মান্নান ও বিপ্লব গং নাকি গোপনে কিনে নিছে। কিন্তু কোন দালিলিক প্রমাণ নেই তাদের। তবে, মান্নান গং অর্থনৈতিকভাবে ও আওয়ামী লীগের সেই প্রভাবে তারা এখনো প্রয়োগ করতে চাচ্ছে। দ্রুত এই ঘটনায় সুষ্ঠ সমাধানের দাবি জানাচ্ছি।’

এ ঘটনায় বিবাদী আব্দুল মান্নানদের বাড়ীতে জানতে গেলে কাউকে পাওয়া যায়নি।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহিদুল্লাহ বলেন, ‘জমি দখল ও গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  ধনবাড়ী   গাছ কাটা   জমি দখল  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সিসিইউতে খালেদা জিয়া
নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে বুয়েটের প্রতিনিধি দল
৬০ জন প্রশিক্ষিত তরুণ-তরুণী পেলেন কর্মসংস্থানের সুযোগ
নালিতাবাড়ীতে চলতি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ শুরু

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে কবির হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে ১৮ কোটি টাকার ঋণখেলাপির মামলা
কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
বুধবারের আলোচিত ছয় সংবাদ
প্রশাসনে ব্যাপক রদবদল
এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close