টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও গাছ কাটার অভিযোগ উঠেছে। ওই জমিতে থাকা প্রায় অর্ধশতাধিক বিভিন্ন প্রজাতির বনজ গাছ কেটে ফেলেছে। এ ঘটনায় শনিবার (১৪ নভেম্বর) ধনবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভোক্তভুগী পরিবার।
অভিযোগকারী জমির মালিক ইউসুফ আলী জানায়, আমি আমার পৈত্তিক সূত্রে পাওয়া বীরতারা মৌজার ৯০১ ও ১৫০৯ নম্বর দাগের মোট ৪৪ শতাংশ দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসতেছি। প্রতিপক্ষ বিবাদী আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ও বিপ্লব গং জমিটি বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে আমাদের ওপর নানা অত্যাচার করে বাড়ি ছাড়া করেছে। সেই থেকেই আমার ওই জমিটি জোরপূর্বক দখল করার পাঁয়তারা করছে।
‘শুধু তাই নয় বর্তমানে ওই জমিতে রোপিত গাছ কেটে ফেলেছে। আমি প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে মারপিট করতে আসে। তাদের প্রাণ নাশের হুমকিতে আমি ও আমার পুরো পরিবার আতঙ্কে রয়েছি। এ ব্যাপারে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এই ঘটনায় সঠিক বিচার চাই।’
অভিযুক্তরা হলেন হলেন বালাসুতী গ্রামের মৃত হাতেম আলীর ছেলে আ. মান্নান (৬০), সোলাইমান হোসেনের ছেলে শাহিন মিয়া, আ. করিমের ছেলে মিনহাজ মিয়া (২৮) ও আ. মান্নানের ছেলে বিপ্লব হোসেন (৩২)।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী জানান, জমিটি ইউসুফ আলীর সেই জমিটি বিগত আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ নেতা মান্নান ও বিপ্লব গং নাকি গোপনে কিনে নিছে। কিন্তু কোন দালিলিক প্রমাণ নেই তাদের। তবে, মান্নান গং অর্থনৈতিকভাবে ও আওয়ামী লীগের সেই প্রভাবে তারা এখনো প্রয়োগ করতে চাচ্ছে। দ্রুত এই ঘটনায় সুষ্ঠ সমাধানের দাবি জানাচ্ছি।’
এ ঘটনায় বিবাদী আব্দুল মান্নানদের বাড়ীতে জানতে গেলে কাউকে পাওয়া যায়নি।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহিদুল্লাহ বলেন, ‘জমি দখল ও গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/এমএ