মৌলভীবাজার জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মো. খালেদ হাসানকে মৌলভীবাজার জেলা আহ্বায়ক ও রুহুল আমিনকে সদস্য সচিব করে আগামী ছয় মাসের জন্য অনুমোদিত কমিটিতে ১০৩ জনের নাম ঘোষণা করা হয়।
সোমবার (১৭ নভেম্বর) বিকালে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সিনিয়র যুগ্ন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এহসান জাকারিয়া, ফাহাদ আলম, যুগ্ন আহ্বায়ক ফারুক উদ্দিন আহমদ, মো. আব্দুস সত্তার, জাকির চৌধুরী, সানাউল ইসলাম সুয়েজ, আকমল মাহমুদ, সুধাংশু দেব, বদরুল হোসেন ও আব্দুল হাই জাবেদ, সিনিয়র যুগ্ন সদস্য সচিব বিমল কুমার সিংহ, যুগ্ন সদস্য সচিব মো. শাহ আলম সরকার, কৌশিক দে, তোফাজ্জুল হোসেন, এএমএস নুরুল হুদা, রাসেল থিঙ্গুজাম, জুনেদ আহমদ, সাফওয়ান জাহান চৌধুরী, একে জাহিদুল হক তালাত, কামরুল হাসান ও শামায়েল রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, নিলয় রশিদ তন্ময়, মো. আফজাল হোসাইন, কবিরুল ইসলাম রুমন, জুলাই গণঅভুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল হোসাইন।
কমিটির সদস্যরা হলেন শেকুল হোসেন, রুবেল মিয়া, সাজিদুর রহমান, মামুন মিয়া, আহমেদ সাজন মিয়া, কাওছার আহমদ সাকিল, আবুল কালাম আজাদ, নিজাম উদ্দিন, রুনেল খান, সৈয়দ মিলাদ আলী, তোফাজ্জুল হোসেন, আব্দুস শহীদ, খছরু মিয়া, মো. আরশদ আলী, মাছুম আহমদ খান, মোছা. রুনেবা আক্তার, ইকবাল হোসেন, সজল কুমার দাশ, নন্দন ঘোষ, মোহাম্মদ জাকের, জহির উদ্দিন, মো. আব্দুর রহমান শরিফ, আবাদুল খালিক, মীর মহীউদ্দিন জাহাঙ্গীর, শান্ত রায়, মো. দুলাল মিয়া, প্রদীপ যাদব, দেওয়ান কয়েছ আহমদ, মো. শিপলু মিয়া, সাহেদ আহমদ, জালাল আহমদ, জামান আহমদ রাসেল, ধীমান কুমার তাঁতী, হৃদয় দাশ শুভ, মো. আবু সুফিয়ান রায়হান, সঞ্জয় মালাকার, লিটন কুমার দাশ, রফিদ ইসলাম মীম, রাজেন গোয়ালা, মো. হায়দর আলী, মো. আল আমিন, মাহমুদ আলী, আদল বাবু সিংহ, আব্দুল খালিক, প্রদীপ চন্দ্র পাল, বরুল বৈদ্য, ইফতেকার আহমেদ সাজু, আশীষ কুমার দাস, আব্দুল হাই জাবেদ, তাওহিদুর রহমান, মো. সোহেল মিয়া, সাজু আহমেদ (সরফরাজ), হাবিবুর রহমান, আতিকুর রহমান, মো. আতিকুর রহমান, মো. শিপন আলী, মাসুদ রানা পারভেজ, শান্ত রয়, লিঙ্কন তালুকদার, আব্দুস সামাদ, মো. আব্দুর রহিম, মানিক, সৈয়দ নাছির আহমদ, ওয়াদুদ তানভীর, সৈয়দ নাছির আহমদ, রেজাউল করিম চৌধুরী, আরিফ আহমদ, অরুন মালাকার, সাব্বির রহমান, মনোজিৎ দাশ, আক্তার হোসেন, তাজুল ইসলাম, জয়নাল উদ্দিন, মুস্তফা জামান টিটু ও এনামুল হক।
এহসান জাকারিয়া বলেন, ‘আগামী ছয় মাসের জন্য মৌলভীবাজারে এনসিপির জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ১০৩ জনের নাম ঘোষণা করা হয়। এর আগে জেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে গত ১৮ জুন মৌলভীবাজারে ৩১ জন বিশিষ্ট এনসিপির জেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়।’
কেকে/এমএ