রায়কে ঘিরে উত্তেজনার মধ্যেও রাণীশংকৈলে পরিস্থিতি স্বাভাবিক
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৫:০৭ পিএম

ছবি: প্রতিনিধি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করছে।
সোমবার (১৭ নভেম্বর) অনেক এলাকায় থমথমে পরিস্থিতি দেখা গেলেও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরসেদুল হক বলেন, “রাণীশংকৈলে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি শান্ত রয়েছে এবং কোনো ধরনের আশঙ্কাও নেই।”
এলাকার বাজার, গণপরিবহন ও সাধারণ কর্মকাণ্ড স্বাভাবিকভাবে চলছে বলে জানা গেছে।
দেশের বিভিন্ন স্থানের সঙ্গে তুলনায় রাণীশংকৈলের পরিস্থিতি সবচেয়ে স্থিতিশীল বলে মনে করছে স্থানীয় প্রশাসন।
কেকে/এমএ